পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব স্থগিত করেছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার এই স্থগিতাদেশ দিয়েছেন। তবে এই স্থগিতাদেশের পর বিরোধীদের অভিযোগ—স্পিকার ইমরান খানকে তাঁর দল থেকে পদত্যাগকারীদের ফিরিয়ে আনতে সময় দিচ্ছেন। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রস্তাবটি আগামী সোমবার পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হবে। এরপর এ বিষয়ে ভোটে যাওয়ার আগে সাত দিন বিতর্ক হবে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে দেশের মূলধারার দুটি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ক্ষমতায় এসেছিলেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তখন দেশটির শক্তিশালী সামরিক বাহিনী তাঁকে সমর্থন করেছিল, কিন্তু এখন জেনারেলরা তাঁর নেতৃত্বের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তবে ইমরান খান সামরিক বাহিনী থেকে সমর্থন পাওয়ার কথা অস্বীকার করেছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতার লড়াইয়ে সামরিক বাহিনী নিরপেক্ষ থাকবে এবং খানের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেবে।
দেশটিতে অর্থনৈতিক অবস্থা সংকটের মুখোমুখি হলে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ইমরান খানের সরকার এই সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেয়।
উল্লেখ্য, প্রয়াত এমপিদের শ্রদ্ধা জানাতে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা পাকিস্তানের দীর্ঘকালের সংসদীয় ঐতিহ্য।
এদিকে, কয়েক দিন আগে নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
তবে, অনাস্থা ভোট কেন সফল হবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনো চাপে রয়েছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব স্থগিত করেছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার এই স্থগিতাদেশ দিয়েছেন। তবে এই স্থগিতাদেশের পর বিরোধীদের অভিযোগ—স্পিকার ইমরান খানকে তাঁর দল থেকে পদত্যাগকারীদের ফিরিয়ে আনতে সময় দিচ্ছেন। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রস্তাবটি আগামী সোমবার পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হবে। এরপর এ বিষয়ে ভোটে যাওয়ার আগে সাত দিন বিতর্ক হবে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে দেশের মূলধারার দুটি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ক্ষমতায় এসেছিলেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তখন দেশটির শক্তিশালী সামরিক বাহিনী তাঁকে সমর্থন করেছিল, কিন্তু এখন জেনারেলরা তাঁর নেতৃত্বের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তবে ইমরান খান সামরিক বাহিনী থেকে সমর্থন পাওয়ার কথা অস্বীকার করেছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতার লড়াইয়ে সামরিক বাহিনী নিরপেক্ষ থাকবে এবং খানের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেবে।
দেশটিতে অর্থনৈতিক অবস্থা সংকটের মুখোমুখি হলে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ইমরান খানের সরকার এই সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেয়।
উল্লেখ্য, প্রয়াত এমপিদের শ্রদ্ধা জানাতে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা পাকিস্তানের দীর্ঘকালের সংসদীয় ঐতিহ্য।
এদিকে, কয়েক দিন আগে নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না।
তবে, অনাস্থা ভোট কেন সফল হবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনো চাপে রয়েছে।’
আহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে