Ajker Patrika

ইমরানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব স্থগিত

আপডেট : ২৫ মার্চ ২০২২, ২০: ০০
ইমরানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব স্থগিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব স্থগিত করেছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকার এই স্থগিতাদেশ দিয়েছেন। তবে এই স্থগিতাদেশের পর বিরোধীদের অভিযোগ—স্পিকার ইমরান খানকে তাঁর দল থেকে পদত্যাগকারীদের ফিরিয়ে আনতে সময় দিচ্ছেন। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

প্রস্তাবটি আগামী সোমবার পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হবে। এরপর এ বিষয়ে ভোটে যাওয়ার আগে সাত দিন বিতর্ক হবে। 

পাকিস্তানের বিশ্বকাপজয়ী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে দেশের মূলধারার দুটি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ক্ষমতায় এসেছিলেন। 

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তখন দেশটির শক্তিশালী সামরিক বাহিনী তাঁকে সমর্থন করেছিল, কিন্তু এখন জেনারেলরা তাঁর নেতৃত্বের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তবে ইমরান খান সামরিক বাহিনী থেকে সমর্থন পাওয়ার কথা অস্বীকার করেছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতার লড়াইয়ে সামরিক বাহিনী নিরপেক্ষ থাকবে এবং খানের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেবে। 

দেশটিতে অর্থনৈতিক অবস্থা সংকটের মুখোমুখি হলে আবারও রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ইমরান খানের সরকার এই সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা নেয়। 

উল্লেখ্য, প্রয়াত এমপিদের শ্রদ্ধা জানাতে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা পাকিস্তানের দীর্ঘকালের সংসদীয় ঐতিহ্য। 

এদিকে, কয়েক দিন আগে নিজ পদ থেকে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার ইমরান খানকে নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে ‘অনাস্থা প্রস্তাব’ উত্থাপিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হবে না। 

তবে, অনাস্থা ভোট কেন সফল হবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমরান খান। তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলব এবং এক দিন আগে আমি তাদের চমকে দেব, কারণ তারা এখনো চাপে রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত