Ajker Patrika

ঘরে ইমরান খানের দলের পতাকা, পাকিস্তানে ছেলেকে হত্যা করলেন বাবা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫: ০৮
ঘরে ইমরান খানের দলের পতাকা, পাকিস্তানে ছেলেকে হত্যা করলেন বাবা

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমনকি নিজের ছেলেকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। ঘরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পতাকা উত্তোলন করায় নিজের ছেলেকে গুলি করে হত্যা করেছেন বাবা। 

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। 

পুলিশের বরাতে এএফপি জানায়, ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন নিয়ে বাবা-ছেলের কথা-কাটাকাটি হয়। পরে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা। কদিন আগেই কাতার থেকে দেশে ফিরেছিলেন ছেলে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন করতে ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা। কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানায়। তর্কাতর্কি বাড়তে থাকলে একপর্যায়ে ৩১ বছর বয়সী ছেলেকে গুলি করে করেন বাবা। হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, ঘাতক বাবাকে খুঁজছে পুলিশ। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘মাদার অব অল সিলেকশন’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের সহায়তায় ইমরান খান তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখে দিতে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে একটি বিশেষ দলকে ‘অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা দেওয়া হচ্ছে’ উল্লেখ করে বলেন, কার্যত একটি মাত্র দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন মাদার অব অল সিলেকশনে পরিণত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত