Ajker Patrika

‘আমাদের শিক্ষা হয়েছে’, ভারতের সঙ্গে শান্তি চান পাকিস্তান প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০: ৪৭
‘আমাদের শিক্ষা হয়েছে’, ভারতের সঙ্গে শান্তি চান পাকিস্তান প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, এবার শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কয়েকবার সংঘর্ষের পর যে শিক্ষা হয়েছে, তাতে করে সংঘর্ষ থামাতে চায় পাকিস্তান।

দুবাইভিত্তিক একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীর বিরোধ নিয়ে কথা বলতে চান। যাতে এই সমস্যার একটি যথাযথ এবং স্থায়ী সমাধান করা যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন, ‘ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ হয়েছে। আর সেসব যুদ্ধ দেশের জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য ও বেকারত্বই এনেছে। এতে আমাদের শিক্ষা হয়েছে। তাই আর যুদ্ধ নয়, এবার পাকিস্তান শান্তি চায়।’ 

শাহবাজ বলেন, ‘ভারতীয় নেতৃত্ব এবং নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো—আসুন, আমরা একসঙ্গে বসে এক টেবিলে আমাদের গুরুতর সমস্যাগুলো নিয়ে কথা বলি। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করি। কারণ আমরা শান্তির বার্তা নিয়ে অগ্রগতি করব, নাকি ঝগড়া এবং অশান্তি চালিয়ে যাব, তা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত