পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত দেশটির পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করবে বিরোধী দলগুলো। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি রোববার এক টুইটে এ বিষয়টি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
রোববার পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি জাতীয় নিরাপত্তার কারণে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট বাতিলের পর, বিলাওয়াল জারদারি এক টুইটে বলেছেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে, অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। তবে, ঐক্যবদ্ধ বিরোধী দল পার্লামেন্ট ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা সব প্রতিষ্ঠানকে পাকিস্তানের সংবিধান রক্ষা, সমুন্নত রাখা, রক্ষা ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’
ওই টুইটে সংযুক্ত করে দেওয়া এক ভিডিও ভাষণে বিলাওয়াল বলেন, ‘বিশ্ব জানে, বিরোধীদের অনাস্থা ভোটে জেতার মতো সংখ্যাগরিষ্ঠতা আছে। শেষ মুহূর্তে, স্পিকার একটি বেআইনি পদক্ষেপ নিয়েছেন এবং এর মাধ্যমে পাকিস্তানের আইন ভঙ্গ করা হয়েছে। আইন অনুসারে, আজ অনাস্থা ভোট হওয়ার কথা। আইনি অধিকার ফিরে পাওয়ার আগপর্যন্ত বিরোধী দলগুলো পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের অনাস্থা ভোট ফিরিয়ে আনতে আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন।’
বিলাওয়াল আরও বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না, সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি হতেই হবে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এরই মধ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
এদিকে, রোববার পার্লামেন্টে অনাস্থা ভোট নাকচ হয়ে যাওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান পাকিস্তানের জনগণকে ‘নির্বাচনের জন্য প্রস্তুত হতে’ বলেন। তিনি বলেন, ‘সরকার পতনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কী চায়।’
বিরোধীদের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘টাকা দিয়ে জনগণের সমর্থন কেনার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই অর্থ আরও ভালো কিছুতে ব্যয় করুন বিশেষ করে এতিমখানা ইত্যাদির মতো জায়গায়। আমি জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার অনুরোধ করছি। আপনারাই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এই জাতির, বিদেশি বা দুর্নীতিবাজেরা নয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত দেশটির পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করবে বিরোধী দলগুলো। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি রোববার এক টুইটে এ বিষয়টি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
রোববার পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি জাতীয় নিরাপত্তার কারণে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট বাতিলের পর, বিলাওয়াল জারদারি এক টুইটে বলেছেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে, অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। তবে, ঐক্যবদ্ধ বিরোধী দল পার্লামেন্ট ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা সব প্রতিষ্ঠানকে পাকিস্তানের সংবিধান রক্ষা, সমুন্নত রাখা, রক্ষা ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’
ওই টুইটে সংযুক্ত করে দেওয়া এক ভিডিও ভাষণে বিলাওয়াল বলেন, ‘বিশ্ব জানে, বিরোধীদের অনাস্থা ভোটে জেতার মতো সংখ্যাগরিষ্ঠতা আছে। শেষ মুহূর্তে, স্পিকার একটি বেআইনি পদক্ষেপ নিয়েছেন এবং এর মাধ্যমে পাকিস্তানের আইন ভঙ্গ করা হয়েছে। আইন অনুসারে, আজ অনাস্থা ভোট হওয়ার কথা। আইনি অধিকার ফিরে পাওয়ার আগপর্যন্ত বিরোধী দলগুলো পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের অনাস্থা ভোট ফিরিয়ে আনতে আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন।’
বিলাওয়াল আরও বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না, সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি হতেই হবে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এরই মধ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
এদিকে, রোববার পার্লামেন্টে অনাস্থা ভোট নাকচ হয়ে যাওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান পাকিস্তানের জনগণকে ‘নির্বাচনের জন্য প্রস্তুত হতে’ বলেন। তিনি বলেন, ‘সরকার পতনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কী চায়।’
বিরোধীদের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘টাকা দিয়ে জনগণের সমর্থন কেনার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই অর্থ আরও ভালো কিছুতে ব্যয় করুন বিশেষ করে এতিমখানা ইত্যাদির মতো জায়গায়। আমি জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার অনুরোধ করছি। আপনারাই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এই জাতির, বিদেশি বা দুর্নীতিবাজেরা নয়।’
আহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩৬ মিনিট আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৪০ মিনিট আগেমধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে