Ajker Patrika

পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করবে ইমরানবিরোধী দলগুলো

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯: ২২
পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করবে ইমরানবিরোধী দলগুলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত দেশটির পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করবে বিরোধী দলগুলো। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি রোববার এক টুইটে এ বিষয়টি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। 

রোববার পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি জাতীয় নিরাপত্তার কারণে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা ভোট বাতিলের পর, বিলাওয়াল জারদারি এক টুইটে বলেছেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে, অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। তবে, ঐক্যবদ্ধ বিরোধী দল পার্লামেন্ট ছাড়ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা সব প্রতিষ্ঠানকে পাকিস্তানের সংবিধান রক্ষা, সমুন্নত রাখা, রক্ষা ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।’ 

ওই টুইটে সংযুক্ত করে দেওয়া এক ভিডিও ভাষণে বিলাওয়াল বলেন, ‘বিশ্ব জানে, বিরোধীদের অনাস্থা ভোটে জেতার মতো সংখ্যাগরিষ্ঠতা আছে। শেষ মুহূর্তে, স্পিকার একটি বেআইনি পদক্ষেপ নিয়েছেন এবং এর মাধ্যমে পাকিস্তানের আইন ভঙ্গ করা হয়েছে। আইন অনুসারে, আজ অনাস্থা ভোট হওয়ার কথা। আইনি অধিকার ফিরে পাওয়ার আগপর্যন্ত বিরোধী দলগুলো পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের অনাস্থা ভোট ফিরিয়ে আনতে আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন।’ 

বিলাওয়াল আরও বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না, সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি হতেই হবে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এরই মধ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। 

এদিকে, রোববার পার্লামেন্টে অনাস্থা ভোট নাকচ হয়ে যাওয়ার পরপরই জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান পাকিস্তানের জনগণকে ‘নির্বাচনের জন্য প্রস্তুত হতে’ বলেন। তিনি বলেন, ‘সরকার পতনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কী চায়।’ 

বিরোধীদের সমালোচনা করে ইমরান খান বলেন, ‘টাকা দিয়ে জনগণের সমর্থন কেনার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই অর্থ আরও ভালো কিছুতে ব্যয় করুন বিশেষ করে এতিমখানা ইত্যাদির মতো জায়গায়। আমি জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার অনুরোধ করছি। আপনারাই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এই জাতির, বিদেশি বা দুর্নীতিবাজেরা নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত