পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রহস্য উদ্ঘাটনে যৌথ তদন্ত ও ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের প্রতি এই আহ্বান জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, তাঁরা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ বিষয়ে ভারতের বিবৃতিকে আমলে নিয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য যৌথ তদন্তের দাবি করেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার গুরুতর প্রকৃতি দুই দেশের মধ্যকার নিরাপত্তা, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অননুমোদিত উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সুরক্ষা বিষয়ে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন হাজির করে। এ কারণে যোগ করে যে ভারতকে অবশ্যই বিষয়টি পরিষ্কার করতে হবে। কোন পরিস্থিতি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তে আঘাত হানতে পেরেছে তা পরিষ্কার করতে হবে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তৎক্ষণাৎ পাকিস্তানকে ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পাকিস্তান জানতে চাওয়ার আগে জানাতে ব্যর্থ হয়েছে সে বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে।
ইসলামাবাদ ক্ষেপণাস্ত্রটি ভারতের সেনাবাহিনীর সদস্য কর্তৃক নাকি কোনো দুর্বৃত্ত গোষ্ঠী কর্তৃক নিক্ষেপিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানাতে বলেছে।
এ দিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ বলেছেন, ‘অসাবধানতাবশত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ইসলামাবাদকে অতি দ্রুত অবহিত না করে নয়া দিল্লি “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন”আচরণ করেছে।’
ইউসুফ এক টুইটে বলেছেন, ‘এই বিস্ফোরণ দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও তদন্ত করা উচিত।’
এর আগে, গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ‘দুর্ঘটনাবশত’ ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের রহস্য উদ্ঘাটনে যৌথ তদন্ত ও ঘটনার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের প্রতি এই আহ্বান জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, তাঁরা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ বিষয়ে ভারতের বিবৃতিকে আমলে নিয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার জন্য যৌথ তদন্তের দাবি করেছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার গুরুতর প্রকৃতি দুই দেশের মধ্যকার নিরাপত্তা, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অননুমোদিত উৎক্ষেপণ ও প্রযুক্তিগত সুরক্ষা বিষয়ে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন হাজির করে। এ কারণে যোগ করে যে ভারতকে অবশ্যই বিষয়টি পরিষ্কার করতে হবে। কোন পরিস্থিতি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তে আঘাত হানতে পেরেছে তা পরিষ্কার করতে হবে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তৎক্ষণাৎ পাকিস্তানকে ‘দুর্ঘটনাবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে পাকিস্তান জানতে চাওয়ার আগে জানাতে ব্যর্থ হয়েছে সে বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে।
ইসলামাবাদ ক্ষেপণাস্ত্রটি ভারতের সেনাবাহিনীর সদস্য কর্তৃক নাকি কোনো দুর্বৃত্ত গোষ্ঠী কর্তৃক নিক্ষেপিত হয়েছিল তা পরিষ্কারভাবে জানাতে বলেছে।
এ দিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ বলেছেন, ‘অসাবধানতাবশত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ইসলামাবাদকে অতি দ্রুত অবহিত না করে নয়া দিল্লি “অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন”আচরণ করেছে।’
ইউসুফ এক টুইটে বলেছেন, ‘এই বিস্ফোরণ দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক তা নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও তদন্ত করা উচিত।’
এর আগে, গত বুধবার ভারতীয় সেনাবাহিনীর মহড়া চলাকালীন ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। তবে এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের মহারাষ্ট্রে গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) মোট ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে সিংহভাগ ঘটনাই ঘটেছে বিদর্ভ রাজ্যে। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজ্য বিধানসভায় মহারাষ্ট্র সরকার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিনেটে দীর্ঘ ২৪ ঘণ্টার বিতর্কের পর পাস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। এই বিলকে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের অন্যতম মুখ্য আইন হিসেবে দেখছেন।
৯ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতা ল’ কলেজে গত ২৫ জুন ২৪ বছর বয়সী এক আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সরকারি কৌঁসুলি। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে সুস্থ করার জন্য নয়, বরং আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যেই তাকে ইনহেলার দেওয়া হয়েছিল।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের বিষয়টি তিনি ভেবে দেখবেন। রিপাবলিকান-সমর্থিত বাজেট বিল নিয়ে একটি পুরোনো দ্বন্দ্ব আবারও চাঙা হওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে