পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে।
এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের।
এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে।
এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের।
এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
৩৬ মিনিট আগেসোনম ওয়াংচুক গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘ব্রিথ পাকিস্তান’ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছিলেন। ‘ডন মিডিয়া’ আয়োজিত এ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের উদ্দেশ্য ছিল পাকিস্তানে পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে সচেতনতা তৈরি করা।
৩৯ মিনিট আগেঅনলাইনে ভিডিও দেখে আস্ত একটি রকেট বানিয়ে ফেলেছে ১৮ বছর বয়সী চীনা তরুণ ঝ্যাং শিজি। এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে চীনজুড়ে। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঝ্যাংয়ের তৈরি রকেট ৪০০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের সেনাশাসকেরা চার বছর আগে এক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফল বাতিল, গঠিত নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এখন তারা আবারও ক্ষমতা দীর্ঘায়িত করতে এক নতুন নির্বাচন আয়োজন করছে। আন্তর্জাতিক মহল ‘ভুয়া ভোট’ বলে নিন্দা করলেও জান্তা সরকার এই ভোটকে বৈধতা দিতে ভারতের সমর্থন চাইছে।
৩ ঘণ্টা আগে