Ajker Patrika

ভারতের সঙ্গে উত্তেজনা পাকিস্তানের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে: মুডিস

অনলাইন ডেস্ক
ছবি: এএফপি
ছবি: এএফপি

বৈশ্বিক রেটিং এজেন্সি মুডিস বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। আজ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এজেন্সিটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন মুডিসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘ভারতের সঙ্গে ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধি সম্ভবত পাকিস্তানের প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে এবং সরকারের চলমান রাজস্ব একত্রীকরণকে ব্যাহত করবে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে পাকিস্তানের অগ্রগতি বাধাগ্রস্ত করবে।’

পাকিস্তানের অর্থনৈতিক গতিপথ সম্পর্কে মুডিস বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রোগ্রামে ‘ধারাবাহিক অগ্রগতির’ মধ্যে দেশটির সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো উন্নত হচ্ছিল, প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছিল, মুদ্রাস্ফীতির চাপ কমছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছিল। তবে মুডিস উল্লেখ করেছে, উত্তেজনার ধারাবাহিক বৃদ্ধি বহির্বিশ্ব থেকে পাকিস্তানে বিনিয়োগের বিষয়টিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হবে, যা আগামী কয়েক বছরের জন্য বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে যে বিপুল অর্থের প্রয়োজন, সে চাহিদা মেটাতে ব্যর্থ হবে।  

মুডিস আরও বলেছে, সম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এতটাই তলানিতে পৌঁছেছে যে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত করতেও পিছপা হয়নি। এর ফলে পাকিস্তানে পানির সরবরাহ মারাত্মকভাবে কমে যেতে পারে।  

অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করছে মুডিস। এজেন্সিটি বলছে, ‘সীমান্তে ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতেও আমরা ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন আশা করি না। কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের তেমন কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই।’ মুডিস আরও বলেছে, ২০২৪ সালে ভারতের মোট রপ্তানির মাত্র ০.৫ শতাংশেরও কম ছিল পাকিস্তানে।  

তবে মুডিস জোর দিয়ে বলেছে, উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজস্ব শক্তির ওপর প্রভাব ফেলতে পারে এবং এর রাজস্ব একত্রীকরণকে ধীর করতে পারে। এ ছাড়া এই ‘ধারাবাহিক উত্তেজনা’ ভারতের ভূরাজনৈতিক ঝুঁকি বাড়াতে পারে। ফলে কখনো কখনো ‘সীমিত সামরিক পদক্ষেপ’ নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যা দেশটির সীমান্তে অস্থিরতা বাড়াবে।

মুডিসের আশঙ্কা, প্রতিবেশী এই দুটি দেশ স্বাধীনতার পর থেকে এমন একাধিক উত্তেজনায় জড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটবে। তবে এটি ‘ব্যাপক সামরিক সংঘাতে’ পরিণত হবে না।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ভারত এই হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এ ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রীও সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের ‘তাৎক্ষণিক জবাব দিতে তারা প্রস্তুত’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত