Ajker Patrika

পাকিস্তানে কেবল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট উপরে আটকা ছয় শিশু

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৩: ১০
পাকিস্তানে কেবল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট উপরে আটকা ছয় শিশু

পাকিস্তানে উত্তর–পশ্চিমাঞ্চলের ভট্টগ্রামের উপত্যকায় কেবল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট উপরে ছয় শিশুসহ আট যাত্রী আটকা পড়েছেন। আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশ বলছে, পার্বত্য এলাকায় ওই কেবল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। চলন্ত অবস্থায় এর একটি তার ছিঁড়ে যায়। কেবল কারটি এখন উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) উপরে ঝুলছে। 

পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর হেলিকপ্টার এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

সেনাবাহিনীর হেলিকপ্টার পৌঁছানোর আগে ওই কারে যাত্রীরা প্রায় চার ঘণ্টা ধরে আটকা ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।  

গুলফ্রাজ নামে কেবল কারের এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলে, ‘খোদার দোহাই, আমাদের সাহায্য করেন।’ কেবল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন। 

পাকিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা জুলফিকার খান এএফপিকে বলেন, ‘কেবল কারটি এমন এক জায়গায় আটকে আছে, যেখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো প্রায় অসম্ভব।’

স্থানীয় এক শিক্ষক ডনকে বলেন, ‘এ এলাকায় রাস্তাঘাট ও যানবাহনের অভাবে প্রতিদিন প্রায় দেড়শো জন মানুষ কেবল কার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত