Ajker Patrika

মালালাকে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তান ধর্মীয় নেতা গ্রেপ্তার

মালালাকে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তান ধর্মীয় নেতা গ্রেপ্তার

ঢাকা: নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দেওয়ায় পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলের ধর্মীয় নেতা মুফতি সর্দার আলি হাক্কানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বলা হয়, মালালা ইউসুফজাই বিয়ে নিয়ে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন সর্দার আলি হাক্কানি। পরে তার বাসায় বুধবার রাতে অভিযান চালিয়েছে সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

লালি মারওয়াত জেলার পুলিশের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে হাক্কানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার অভিযোগে বলা হয়, মালালাকে হত্যার হুমকি দিয়ে জনগণকে উসকানি দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেয় সর্দার আলি হাক্কানি। ওই ভিডিওতে মালালাকে হত্যার জন্য জনগণকে নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানান হাক্কানি।

ওই ভিডিওতে হাক্কানি বলেন, মালালা পাকিস্তানে আসলে আমি তাঁর ওপর আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করব।

ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দুই মানুষের সম্পর্কে বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

প্রকাশিত সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে ২৩ বছরের মালালা বলেছেন, কেন একটি সম্পর্ক শুধু পার্টনারশিপ হতে পারে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত