ইরানিরা চাইলে এখন ক্ষমতা পরিবর্তন করতে পারে: হারজোগ
সিএনএনের ওল্ফ ব্লিটজারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারজোগ বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমরা এখন পর্যন্ত যা দেখিয়েছি, তা আরও নাটকীয়ভাবে চালিয়ে যাওয়া সম্ভব এবং এর ফলে ইরানেও পরিস্থিতির গতি পরিবর্তন হতে পারে।’