অনলাইন ডেস্ক
ইরানের নতুন যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। এর মাত্র কয়েক দিন আগেই তাঁকে আগের হামলায় নিহত কমান্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছিল।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী শাদমানিকে হত্যা করেছে।
শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন—এমনটাও বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।
এ ঘটনায় এখনো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, আলি শাদমানিকে সম্প্রতি এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুদ্ধকালীন দপ্তর খাতাম আল-আনবিয়ার প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল গোলামালি রাশিদ। নিয়মিত সেনাবাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সমন্বয় সাধন করে এই দপ্তর। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে নিহত হন তিনি। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন শাদমানি। এর আগে জেনারেল আলি শাদমানি ইরানের জরুরি কমান্ডের উপ-কমান্ডার এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসরায়েলের প্রাথমিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার, যার মধ্যে শামদানির পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদও ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, শাদমানিকে হত্যার দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে আরও তীব্র আকার ধারণ করবে ইরান-ইসরায়েল সংঘাত।
এদিকে, ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ইসরায়েল আরেক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের মেহের বার্তা সংস্থা। সংস্থাটির তথ্যমতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। মেহর এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তাবরিজ শহরে বিস্ফোরণটি ঘটে। এখনো কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে, বেসামরিক প্রাণহানি ঘটে থাকতে পারে।
ইরানের নতুন যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। এর মাত্র কয়েক দিন আগেই তাঁকে আগের হামলায় নিহত কমান্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছিল।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী শাদমানিকে হত্যা করেছে।
শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন—এমনটাও বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।
এ ঘটনায় এখনো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখ্য, আলি শাদমানিকে সম্প্রতি এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুদ্ধকালীন দপ্তর খাতাম আল-আনবিয়ার প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল গোলামালি রাশিদ। নিয়মিত সেনাবাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সমন্বয় সাধন করে এই দপ্তর। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে নিহত হন তিনি। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন শাদমানি। এর আগে জেনারেল আলি শাদমানি ইরানের জরুরি কমান্ডের উপ-কমান্ডার এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসরায়েলের প্রাথমিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার, যার মধ্যে শামদানির পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদও ছিলেন।
বিশ্লেষকেরা বলছেন, শাদমানিকে হত্যার দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে আরও তীব্র আকার ধারণ করবে ইরান-ইসরায়েল সংঘাত।
এদিকে, ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ইসরায়েল আরেক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের মেহের বার্তা সংস্থা। সংস্থাটির তথ্যমতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। মেহর এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তাবরিজ শহরে বিস্ফোরণটি ঘটে। এখনো কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে, বেসামরিক প্রাণহানি ঘটে থাকতে পারে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৫ ঘণ্টা আগে