Ajker Patrika

নেতানিয়াহুকে ‘কুচকুচে কালো কুকুরছানা’ বলে গালি দেওয়ার ভিডিও শেয়ার ট্রাম্পের

ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভালো বন্ধু। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পরও এ কথা বলেছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে বলা হচ্ছে, নেতানিয়াহু ‘কুচকুচে কালো কুকুরছানা’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে এই গালি দিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। ইসরায়েল ও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়, নেতানিয়াহুর বন্দীবিনিময় এবং সিরিয়া নীতি নিয়ে কথা বলছেন জেফরি শ্যাক্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। জেফরির মতে, মধ্যপ্রাচ্যকে একটি গন্তব্যহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু।

ইংল্যান্ডের বিতার্কিকদের সংগঠন ক্যামব্রিজ ইউনিয়নের এক সভায় সম্প্রতি বক্তব্য দেন অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। এতে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো সিরিয়া, ইরান ও ইরাককে কাবু করা।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু আমাদের একটি গন্তব্যহীন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। এই কাজে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন তিনি।’

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স এসব কথা বলেন। তবে এই ভিডিও ট্রাম্প কেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেটা এখনো স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটি নিজস্ব অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান ক্ষমতায় বসার আগে কিংবা ক্ষমতায় বসার এক দিনের মধ্যে।

এ ছাড়া গাজা যুদ্ধ থামানোর কথাও তিনি বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু যা চান, তা-ই করার কথাও বলেছেন। তবে এই ভিডিও শেয়ার করে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে চাইছেন কি না, সেটাও স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত