গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি।
এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’
এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩২ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে