Ajker Patrika

ইসরায়েলকে আরও ২৫টি এফ-৩৫ জঙ্গিবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৫: ৫৯
ইসরায়েলকে আরও ২৫টি এফ-৩৫ জঙ্গিবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে তিন বিলিয়ন ডলার মূল্যের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটের তৃতীয় স্কোয়াড্রন পেতে যাচ্ছে ইসরায়েল। তবে এসব ফাইটার জেটের জন্য পয়সা খরচ করতে হবে না ইসরায়েলকে। অর্থায়ন করা হবে যুক্তরাষ্ট্রের সাহায্য তহবিল থেকে। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তি আমেরিকান কোম্পানি ও ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের মধ্য সহযোগিতাকে আরও দীর্ঘ করবে। যা আকাশযান তৈরিতে সহায়ক হবে।’ 

লকহিড মার্টিন দ্বারা নির্মিত আরও ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আসা হলে ইসরায়েলের বিমানবাহিনীতে এই বিশেষ ধরনের বিমানের সংখ্যা দাঁড়াবে ৭৫-এ। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের মাধ্যমে এই চুক্তিটি অর্থায়ন করবে ইসরায়েল। 

যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলই প্রথম দেশ যারা এফ-৩৫ এর অর্জন করেছে। ২০১৮ সালের মে মাসে বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, ইসরায়েলই প্রথম দেশ যারা যুদ্ধক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করেছে। 

এফ-৩৫ ‘জয়েন্ট স্ট্রাইক ফাইটার’ নামেও পরিচিত। এ ছাড়া ইসরায়েলের নিজস্ব হিব্রু ভাষায় এই বিশেষ জাতের যুদ্ধবিমানটি ‘আদির’ বা শক্তিশালী নামেও পরিচিত। 

যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ইসরায়েলের এফ-৩৫ জেট বিমান রয়েছে। আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর কারও এই যুদ্ধযান নেই। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের থেকে এই যুদ্ধযান কেনার চেষ্টা করেছে। কিন্তু দেশটির চীন ঘেঁষার কারণে চুক্তিটি এখনো আলোর মুখ দেখেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত