Ajker Patrika

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ মে ২০২৫, ১৩: ৩২
দাবানলে পুড়ছে ইসরায়েলি বনাঞ্চল। ছবি: এএফপি
দাবানলে পুড়ছে ইসরায়েলি বনাঞ্চল। ছবি: এএফপি

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মীরা চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, দাবানল যেকোনো সময় জেরুসালেম শহরে পৌঁছাতে পারে। তিনি পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার জেরুসালেমের কাছাকাছি মহাসড়কের ওপর ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনে শত শত বেসামরিক নাগরিক ঝুঁকির মুখে পড়েছে।

এমডিএ বলেছে, তারা প্রায় ২৩ জনকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশির ভাগই ধোঁয়ায় শ্বাস নেওয়া ও আগুনে পোড়ার কারণে অসুস্থ হয়েছে। এদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী দুটি শিশুও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

মোদিইন শহরের কাছাকাছি থাকা ৪০ বছর বয়সী বাসিন্দা ইউভাল আহারোনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ, আমরা আবহাওয়া সম্পর্কে জানতাম। আমরা এটাও জানতাম যে, এমন কিছু ঘটতে পারে। তবু আমাদের মনে হচ্ছে, তারা বড় পরিমাণে পানি ফেলতে সক্ষম বড় বিমান নিয়ে যথেষ্ট প্রস্তুত ছিল না।’

নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ‘পশ্চিমা বাতাস সহজেই জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন ঠেলে দিতে পারে।’ বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং বর্তমান অগ্নিকাণ্ডের রেখার অনেক বাইরে ফায়ারব্রেক তৈরি করতে হবে...আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি, কেবল স্থানীয় নয়। এই মুহূর্তে অগ্রাধিকার হলো জেরুজালেমকে রক্ষা করা।’

পুলিশ জেরুজালেম-তেল আবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আগুনে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় আবারও ঝোপঝাড়ে আগুন লেগেছে। হাজার হাজার লোকের বাসস্থান রয়েছে এমন এলাকাগুলো খালি করা হয়েছে।

ফায়ার চিফ ইয়াল কাসপি এক টেলিভিশন সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে আমাদের বিমানগুলো এই মুহূর্তে কিছুই করতে পারছে না...আমাদের লক্ষ্য জীবন বাঁচানো।’ তিনি বলেন, ‘আমরা সম্ভবত গত এক দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের সম্মুখীন।’

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তারা জেরুজালেম-তেল আবিব মহাসড়ক এবং জেরুজালেম পাহাড়ের আশপাশে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করেছে এবং জনসাধারণকে ওই এলাকায় ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে। আগুন লাতরুন ও বাইত শেমেশের মধ্যে প্রধান রাস্তার কাছাকাছি বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং হেলিকপ্টারগুলো আগুন নেভানোর জন্য কাজ করছে। জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ইঙ্গিত দিয়েছেন যে, আগুনের পেছনে অগ্নিসংযোগ করার মতো ঘটনা থাকতে পারে। পুলিশ জানিয়েছে, তারা পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে, যিনি ‘শহরের দক্ষিণ অংশে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন।’ তবে এ দুটি ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্রের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এমডিএ বলেছে, অগ্নিকাণ্ডের কাছাকাছি বসতির লোকজনের কাছে অ্যাম্বুলেন্স টিম মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসাসেবা ও বাসিন্দাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এর ফলে কমপক্ষে পাঁচটি লোকালয় থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত