অনলাইন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে ইরানের ব্যাপক সংঘাত চলছে গত শুক্রবার থেকে। এই সংঘাত বিশ্ব গণমাধ্যমের আলো কেড়ে নিয়েছে। আড়ালে পড়েছে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ। কিন্তু অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ থেমে নেই। সর্বশেষ হিসাব অনুসারে, অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৫৫ হাজার ৩৬২ জন।
আজ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৩৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছে ৩১৫ জন। ইসরায়েলি হামলায় মোট আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৪১ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত মার্চ মাসের ১৮ তারিখ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করে। এর পর থেকে ৫ হাজার ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৬ হাজার ৭০০ জন। এর মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে যায়।
গত নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় নির্বিচার হামলার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সঙ্গে ইরানের ব্যাপক সংঘাত চলছে গত শুক্রবার থেকে। এই সংঘাত বিশ্ব গণমাধ্যমের আলো কেড়ে নিয়েছে। আড়ালে পড়েছে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ। কিন্তু অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ থেমে নেই। সর্বশেষ হিসাব অনুসারে, অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৫৫ হাজার ৩৬২ জন।
আজ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৩৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছে ৩১৫ জন। ইসরায়েলি হামলায় মোট আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৪১ জনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত মার্চ মাসের ১৮ তারিখ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করে। এর পর থেকে ৫ হাজার ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৬ হাজার ৭০০ জন। এর মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে যায়।
গত নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় নির্বিচার হামলার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে ইসরায়েল।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
১০ মিনিট আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১১ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১২ ঘণ্টা আগে