Ajker Patrika

ইরান ও সৌদি আরবের মধ্যে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৯: ১৩
ইরান ও সৌদি আরবের মধ্যে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ

ইরান ও সৌদি আরবের মধ্যকার পর্যটন সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী মারিয়াম জালালি দেহকর্দি। এ ছাড়া দুই দেশের মধ্যে ভিসার প্রয়োজনীয়তা বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে দুই দেশে নাগরিকদের ভ্রমণে আর ভিসা লাগবে না।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, মারিয়াম জালালি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজনে অংশ নিতে বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমি সৌদি আরবের উপপর্যটনমন্ত্রী সুলতান মোহাম্মদ আল মুসাল্লামের সঙ্গে দেখা করেছি এবং কথা বলেছি। আমরা দুই দেশের মধ্যে পর্যটন সম্পর্ক উন্নয়নের পথে বাধাগুলো দূর করার উপায়গুলো নিয়ে আলোচনা করেছি।’ 

এ ছাড়া সৌদি পর্যটনমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন মারিয়াম। 

রিয়াদে বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে ১২০টি দেশ থেকে ৫০০-এরও বেশি কর্মকর্তা ও বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

চলতি বছরের মার্চে চীনের উদ্যোগে ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক চালিয়ে নিতে চুক্তির ঘোষণা দেয়। প্রায় সাত বছর বিরোধের পর এ দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত