২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ চালু করার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব। দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন এই ঘোষণা দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার আরব নিউজ জানিয়েছে, কিছু বেসরকারি এবং অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃক্ষ রোপণের ওই উদ্যোগটি নিয়েছিল সৌদি সরকার। এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনরুদ্ধার কার্যক্রম দেশটির ৪৩ লাখ হেক্টর ভূমিকে রক্ষা করছে।
সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে দেশটিতে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হচ্ছে।
এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার বনায়ন প্রচেষ্টায় অবদান রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
সৌদি আরবের প্রেস এজেন্সির মতে, গাছ লাগানোর এই উদ্যোগটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার গাছপালা রক্ষা ও পুনর্বাসন, অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে লড়াইসহ টেকসইভাবে তৃণভূমি, বন-জঙ্গল এবং জাতীয় উদ্যান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ এবং শীতল দেশ উপহার দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ চালু করার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব। দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন এই ঘোষণা দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার আরব নিউজ জানিয়েছে, কিছু বেসরকারি এবং অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃক্ষ রোপণের ওই উদ্যোগটি নিয়েছিল সৌদি সরকার। এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনরুদ্ধার কার্যক্রম দেশটির ৪৩ লাখ হেক্টর ভূমিকে রক্ষা করছে।
সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে দেশটিতে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হচ্ছে।
এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার বনায়ন প্রচেষ্টায় অবদান রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
সৌদি আরবের প্রেস এজেন্সির মতে, গাছ লাগানোর এই উদ্যোগটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার গাছপালা রক্ষা ও পুনর্বাসন, অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে লড়াইসহ টেকসইভাবে তৃণভূমি, বন-জঙ্গল এবং জাতীয় উদ্যান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ এবং শীতল দেশ উপহার দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৩ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে