Ajker Patrika

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭ শিশুসহ এক পরিবারের ২২ জন নিহত 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২৩: ২৯
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭ শিশুসহ এক পরিবারের ২২ জন নিহত 

ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় দক্ষিণ গাজায় একই পরিবারের প্রায় ২২ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজায় নিযুক্ত আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিন গাজার খান ইউনিসের কাছে আবু দাক্কা পরিবারের বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একই পরিবারের অন্তত ২২ জন সদস্য নিহত হন।

তারেক আবু আজউম আরও জানান, নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। বেসামরিক উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পরিবারের ছয় সদস্যকে উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে গতকাল শনিবার সকালে নজীরবিহীন এ হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাঁরা মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা।

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ছয়শ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত