Ajker Patrika

কুয়েতে পুরুষ নির্যাতন, বাংলাদেশি নারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে অভিযুক্ত নারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ।

স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এক পুরুষকে মারধর করতে দেখা যায় ওই নারীকে। এর জেরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ওই ভিডিওতে দেখা যায়, দড়ি দিয়ে হাত পিছমোড়া বেঁধে এক পুরুষকে মারধর করছেন এক নারী। নির্যাতনের শিকার ওই পুরুষের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।

ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘রানী কিং খান, কে আমি বল? কে আমি? বল কিং খান, ভিডিও কর...এই রকম মারছে আমাকে, ৩৫ বছরের সংসার।’ এ সময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘মাইরেন না।’ তবে কী কারণে ওই ব্যক্তিকে এভাবে মারধর করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে মারধরের ওই ঘটনাকে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েতের প্রশাসন। এর আগে দেশটিতে এমন ঘটনা প্রকাশ পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত