আজকের পত্রিকা ডেস্ক
গত মাসে যুদ্ধ চলাকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্রিপ্টো সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল-সমর্থিত হ্যাকারেরা। এই হামলায় আইআরজিসির প্রায় ৯ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা গায়েব হয়ে গেছে—বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯৩ কোটি টাকারও বেশি। ঘটনাটি ইরানের আর্থিক মেরুদণ্ডে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
এ বিষয়ে আজ সোমবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ডিজিটাল সম্পদে আঘাত হানা ‘প্রিডেটরি স্প্যারো’ নামের হ্যাকার গ্রুপটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা ও পূর্ণ প্রবেশাধিকার প্রয়োগ করে তারা হামলাটি পরিচালনা করে। এ সময় তারা আইআরজিসির সঙ্গে যুক্ত ক্রিপ্টো ওয়ালেটের তথ্য মুছে ফেলে এবং সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
হ্যাকারদের প্রধান লক্ষ্য ছিল ‘ব্যাংক সেপাহ’। এটি আইআরজিসির প্রধান আর্থিক কেন্দ্র। এই হামলার ফলে ইরানের সামরিক বাহিনীর বেতন পরিশোধ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এটিএম বন্ধ হয়ে যায়, অনলাইন ও সরাসরি ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়, বেতন ও পেনশন প্রদানেও স্থবিরতা দেখা দেয়।
হ্যাকারেরা ‘নোবিটেক্স’ নামে ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জে প্রবেশ করেছিল। এখানেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্রিপ্টো লেনদেন ঘটে। এখান থেকেই আইআরজিসির সঙ্গে যুক্ত প্রায় ৯ কোটি ডলারের স্টেবলকয়েন চুরি করে তা এমন ঠিকানায় স্থানান্তর করা হয়, যেখানে ভবিষ্যতে কেউ প্রবেশ করতে পারবে না। ফলে ওই সম্পদ কার্যত ধ্বংস হয়ে যায়।
যুদ্ধের মধ্যে সাইবার হামলাটি ইরানজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দেয়। সরাসরি আক্রমণের লক্ষ্য না হলেও দেশটির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক মেল্লি’ নগদ অর্থের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক অর্থপ্রবাহ বাড়ানোর চেষ্টা করলেও বাজারে আস্থা ভেঙে পড়ে। এর ফলে ইরানি রিয়ালের মূল্য প্রায় ১২ শতাংশ কমে এবং তেহরান স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই সাইবার সফলতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিভঙ্গিকেও পরিবর্তন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো সম্মেলনে বলেছেন, ‘আমরা চাই ইরানিরা সমৃদ্ধ হোক, ভালো করুক। কিন্তু তারা পরমাণু অস্ত্র পেতে পারে না।’ এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতার প্রতি ট্রাম্পের স্পষ্ট বার্তা যে, পরমাণু কর্মসূচি পরিত্যাগ না করলে অর্থনৈতিক ধ্বংস অনিবার্য।
এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ খাতে ঠেলে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে এবং যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় সাইবার অভিযানে অংশ নেওয়ার পথেই হাঁটবে।
গত মাসে যুদ্ধ চলাকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্রিপ্টো সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল-সমর্থিত হ্যাকারেরা। এই হামলায় আইআরজিসির প্রায় ৯ কোটি ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা গায়েব হয়ে গেছে—বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৯৩ কোটি টাকারও বেশি। ঘটনাটি ইরানের আর্থিক মেরুদণ্ডে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
এ বিষয়ে আজ সোমবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ডিজিটাল সম্পদে আঘাত হানা ‘প্রিডেটরি স্প্যারো’ নামের হ্যাকার গ্রুপটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা ও পূর্ণ প্রবেশাধিকার প্রয়োগ করে তারা হামলাটি পরিচালনা করে। এ সময় তারা আইআরজিসির সঙ্গে যুক্ত ক্রিপ্টো ওয়ালেটের তথ্য মুছে ফেলে এবং সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
হ্যাকারদের প্রধান লক্ষ্য ছিল ‘ব্যাংক সেপাহ’। এটি আইআরজিসির প্রধান আর্থিক কেন্দ্র। এই হামলার ফলে ইরানের সামরিক বাহিনীর বেতন পরিশোধ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এটিএম বন্ধ হয়ে যায়, অনলাইন ও সরাসরি ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়, বেতন ও পেনশন প্রদানেও স্থবিরতা দেখা দেয়।
হ্যাকারেরা ‘নোবিটেক্স’ নামে ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জে প্রবেশ করেছিল। এখানেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্রিপ্টো লেনদেন ঘটে। এখান থেকেই আইআরজিসির সঙ্গে যুক্ত প্রায় ৯ কোটি ডলারের স্টেবলকয়েন চুরি করে তা এমন ঠিকানায় স্থানান্তর করা হয়, যেখানে ভবিষ্যতে কেউ প্রবেশ করতে পারবে না। ফলে ওই সম্পদ কার্যত ধ্বংস হয়ে যায়।
যুদ্ধের মধ্যে সাইবার হামলাটি ইরানজুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দেয়। সরাসরি আক্রমণের লক্ষ্য না হলেও দেশটির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক মেল্লি’ নগদ অর্থের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক অর্থপ্রবাহ বাড়ানোর চেষ্টা করলেও বাজারে আস্থা ভেঙে পড়ে। এর ফলে ইরানি রিয়ালের মূল্য প্রায় ১২ শতাংশ কমে এবং তেহরান স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই সাইবার সফলতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিভঙ্গিকেও পরিবর্তন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো সম্মেলনে বলেছেন, ‘আমরা চাই ইরানিরা সমৃদ্ধ হোক, ভালো করুক। কিন্তু তারা পরমাণু অস্ত্র পেতে পারে না।’ এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতার প্রতি ট্রাম্পের স্পষ্ট বার্তা যে, পরমাণু কর্মসূচি পরিত্যাগ না করলে অর্থনৈতিক ধ্বংস অনিবার্য।
এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ খাতে ঠেলে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে এবং যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় সাইবার অভিযানে অংশ নেওয়ার পথেই হাঁটবে।
দুর্গাপূজার ঠিক আগে কলকাতা এবং তার আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, এক রাতের প্রবল বর্ষণেই ডুবে গেছে শহরের প্রধান সড়কগুলো। ভেঙে পড়েছে পরিবহনব্যবস্থা এবং পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।
১ ঘণ্টা আগে৬০ বছর বয়সী প্রফেসর মার্টিন গ্রিফিথস লন্ডনের ইস্ট অ্যান্ডে পরিবারের সঙ্গে থাকেন। তিনি রয়্যাল হাসপাতাল, হোয়াইট চ্যাপেল-এর এনএইচএস ট্রমা সার্জন। কিশোর গ্যাং কালচার, মাদক ব্যবসা কিংবা ছুরি ও গুলির আঘাতে আহত তরুণদের নিয়ে কাজ করা তাঁর দৈনন্দিন দায়িত্ব।
১ ঘণ্টা আগেথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার সকালে ভয়াবহ এক সিঙ্কহোল তৈরি হয়ে মুহূর্তেই তিনটি যানবাহন গিলে নেয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৭টার দিকে সামসেন রোডে—ভাজিরা হাসপাতাল ও সামসেন মেট্রোপলিটন পুলিশ স্টেশনের সামনেই।
২ ঘণ্টা আগেলাদাখে পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয় লোকদের জন্য চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ডজনখানেক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার এ ঘটনা ঘটে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে স্থানীয় দুটি সূত্র।
২ ঘণ্টা আগে