প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরায়েলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর জলকামান ছুড়েছে পুলিশ ও সেনা সদস্যরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সদ্য বরখাস্ত হওয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিচারব্যবস্থা সংশোধনের বিতর্কিত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, সে কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে আজ সোমবার সকালে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিচারব্যবস্থা সংস্কার বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, ইসরায়েলের জনগণের ঐক্যের স্বার্থে এবং দায়িত্বের স্বার্থে আমি আপনাকে অবিলম্বে বিচারব্যবস্থা সংস্কার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের সমস্ত জনগণের দৃষ্টি আপনার দিকে রয়েছে।
যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আলোচনা করেছেন। জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সেটি অবশ্যই ধরে রাখতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার আইন পাস হলে সরকার বিচারক নিয়োগকারী কমিটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। এতে স্বাধীন আদালতের ক্ষমতা খর্ব হবে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এ মামলায় তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। সম্ভাব্য শাস্তি এড়াতেই তিনি বিচার বিভাগ সংস্কার করতে চান বলে বিশেষজ্ঞদের ধারণা। এ কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
তবে নেতানিয়াহু বলেছেন, আদালতের ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য এ সংস্কার আইন ডিজাইন করা হয়েছে।
এ সংস্কার আইনের বিরুদ্ধে গতকাল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলের পতাকা ও নানা ধরনের ব্যানার ছিল।
একজন সরকারি কর্মচারী বিবিসিকে বলেন, নেতানিয়াহু একটি গণতান্ত্রিক দেশের প্রতিটি সীমা লঙ্ঘন করেছেন। আমরা এখন আমাদের গণতন্ত্রের শেষ বিন্দুটি রক্ষার চেষ্টা করছি।
তেল আবিবে বিক্ষোভকারীরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে একটি প্রধান মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গত শনিবার ইয়োভ গ্যালান্ট এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, সরকারের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের কারণের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ক্ষুব্ধ ও হতাশ।
ওই সময়ে নিজ দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতিরক্ষামন্ত্রীর ওপর তাঁর কোনো বিশ্বাস নেই।
এ সপ্তাহের শেষেই নতুন আইনটির পাস করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে গ্যালান্টকে বরখাস্ত করার পর তিনি টুইটারে এক পোস্টে বলেন, সব সময়ই আমারে জীবনের লক্ষ্য ছিল ইসরায়েলের নিরাপত্তা। ভবিষ্যতেও তা থাকবে।
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ‘নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করতে পারেন, তবে তিনি বাস্তবতা এড়াতে পারেন না। তিনি ইসরায়েলের জনগণকে গুলিও করতে পারেন না।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরায়েলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর জলকামান ছুড়েছে পুলিশ ও সেনা সদস্যরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সদ্য বরখাস্ত হওয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিচারব্যবস্থা সংশোধনের বিতর্কিত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, সে কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে আজ সোমবার সকালে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিচারব্যবস্থা সংস্কার বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, ইসরায়েলের জনগণের ঐক্যের স্বার্থে এবং দায়িত্বের স্বার্থে আমি আপনাকে অবিলম্বে বিচারব্যবস্থা সংস্কার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের সমস্ত জনগণের দৃষ্টি আপনার দিকে রয়েছে।
যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আলোচনা করেছেন। জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সেটি অবশ্যই ধরে রাখতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার আইন পাস হলে সরকার বিচারক নিয়োগকারী কমিটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। এতে স্বাধীন আদালতের ক্ষমতা খর্ব হবে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এ মামলায় তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। সম্ভাব্য শাস্তি এড়াতেই তিনি বিচার বিভাগ সংস্কার করতে চান বলে বিশেষজ্ঞদের ধারণা। এ কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
তবে নেতানিয়াহু বলেছেন, আদালতের ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য এ সংস্কার আইন ডিজাইন করা হয়েছে।
এ সংস্কার আইনের বিরুদ্ধে গতকাল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলের পতাকা ও নানা ধরনের ব্যানার ছিল।
একজন সরকারি কর্মচারী বিবিসিকে বলেন, নেতানিয়াহু একটি গণতান্ত্রিক দেশের প্রতিটি সীমা লঙ্ঘন করেছেন। আমরা এখন আমাদের গণতন্ত্রের শেষ বিন্দুটি রক্ষার চেষ্টা করছি।
তেল আবিবে বিক্ষোভকারীরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে একটি প্রধান মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গত শনিবার ইয়োভ গ্যালান্ট এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, সরকারের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের কারণের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ক্ষুব্ধ ও হতাশ।
ওই সময়ে নিজ দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতিরক্ষামন্ত্রীর ওপর তাঁর কোনো বিশ্বাস নেই।
এ সপ্তাহের শেষেই নতুন আইনটির পাস করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে গ্যালান্টকে বরখাস্ত করার পর তিনি টুইটারে এক পোস্টে বলেন, সব সময়ই আমারে জীবনের লক্ষ্য ছিল ইসরায়েলের নিরাপত্তা। ভবিষ্যতেও তা থাকবে।
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ‘নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করতে পারেন, তবে তিনি বাস্তবতা এড়াতে পারেন না। তিনি ইসরায়েলের জনগণকে গুলিও করতে পারেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী...
৩ ঘণ্টা আগেপুরোপুরি দখলে নিতে গাজা নগরীতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। আজ বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনাদের মধ্যে অধিকাংশই সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
৫ ঘণ্টা আগে