আজকের পত্রিকা ডেস্ক
গাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
ভিডিওতে চিত্রশিল্পী তাহা বলেন, ‘এই কঠিন সংকটে আমাদের যেন আর কোনো উপায় নেই। আমরা ড্রয়ারে রাখা কাঠের বোর্ডগুলো পুড়িয়ে ফেলছি। কারণ, আমাদের কাছে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস বা কেরোসিন নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা ময়দা খুঁজে পাচ্ছি না। রান্না করার মতো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমার সবচেয়ে প্রিয় কাজ—শিশুদের প্রতিকৃতি, রঙে ভরা গল্প, শিল্প; যা একসময় অর্থবহ ছিল। এখন সবই পুড়ে যাচ্ছে। বেঁচে থাকার লড়াইয়ে সৌন্দর্যও হয়ে যাচ্ছে আগুনের কাঠ।’
আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-আকসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তাহা আবু ঘালি একজন অভিজ্ঞ চিত্রশিল্পী ও শিক্ষক। তাঁর এই শিল্পকর্মগুলো তৈরি করতে বহু বছর লেগেছিল। কিন্তু এখন এগুলোই হয়ে উঠেছে একমাত্র ভরসা—রান্না করার কাঠ।
জাতিসংঘের একজন দুর্ভিক্ষ বিশেষজ্ঞ দ্য ন্যাশনালকে জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি অবরোধের মানসিক ও সামাজিক প্রভাব পুরো প্রজন্ম ধরে বহন করতে হবে।
সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডারস, সেভ দ্য চিলড্রেন, অক্সফামসহ শতাধিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে দলগত অনাহার ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘গাজার অধিকাংশ মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে। আমি জানি না একে আর কী নামে ডাকবেন—এটা নিছক একটি দলগত অনাহার এবং এটি মানবসৃষ্ট।’
অন্যদিকে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল সৃষ্টি করেছে এমন কোনো দুর্ভিক্ষ গাজায় নেই। এটা হামাসের তৈরি এক কৃত্রিম সংকট।
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, অবরোধের কারণে গাজায় এখন পর্যন্ত অন্তত ১১৩ জন মানুষ অনাহারে মারা গেছে। তাদের অধিকাংশই শিশু। ইসরায়েল জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী, এমনকি শিশুখাদ্যও আটকে রেখেছে।
এ ছাড়া গাজার ২২ লাখ মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত। বোমাবর্ষণে মৃত্যুর সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি, আহত ১ লাখ ৪৩ হাজারের বেশি এবং জীবনযাত্রা হয়ে উঠেছে অমানবিক, অনিরাপদ ও রোগে পরিপূর্ণ।
গাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
ভিডিওতে চিত্রশিল্পী তাহা বলেন, ‘এই কঠিন সংকটে আমাদের যেন আর কোনো উপায় নেই। আমরা ড্রয়ারে রাখা কাঠের বোর্ডগুলো পুড়িয়ে ফেলছি। কারণ, আমাদের কাছে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস বা কেরোসিন নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা ময়দা খুঁজে পাচ্ছি না। রান্না করার মতো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমার সবচেয়ে প্রিয় কাজ—শিশুদের প্রতিকৃতি, রঙে ভরা গল্প, শিল্প; যা একসময় অর্থবহ ছিল। এখন সবই পুড়ে যাচ্ছে। বেঁচে থাকার লড়াইয়ে সৌন্দর্যও হয়ে যাচ্ছে আগুনের কাঠ।’
আজ শুক্রবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-আকসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তাহা আবু ঘালি একজন অভিজ্ঞ চিত্রশিল্পী ও শিক্ষক। তাঁর এই শিল্পকর্মগুলো তৈরি করতে বহু বছর লেগেছিল। কিন্তু এখন এগুলোই হয়ে উঠেছে একমাত্র ভরসা—রান্না করার কাঠ।
জাতিসংঘের একজন দুর্ভিক্ষ বিশেষজ্ঞ দ্য ন্যাশনালকে জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি অবরোধের মানসিক ও সামাজিক প্রভাব পুরো প্রজন্ম ধরে বহন করতে হবে।
সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডারস, সেভ দ্য চিলড্রেন, অক্সফামসহ শতাধিক মানবাধিকার ও ত্রাণ সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে দলগত অনাহার ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘গাজার অধিকাংশ মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে। আমি জানি না একে আর কী নামে ডাকবেন—এটা নিছক একটি দলগত অনাহার এবং এটি মানবসৃষ্ট।’
অন্যদিকে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল সৃষ্টি করেছে এমন কোনো দুর্ভিক্ষ গাজায় নেই। এটা হামাসের তৈরি এক কৃত্রিম সংকট।
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, অবরোধের কারণে গাজায় এখন পর্যন্ত অন্তত ১১৩ জন মানুষ অনাহারে মারা গেছে। তাদের অধিকাংশই শিশু। ইসরায়েল জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী, এমনকি শিশুখাদ্যও আটকে রেখেছে।
এ ছাড়া গাজার ২২ লাখ মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত। বোমাবর্ষণে মৃত্যুর সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি, আহত ১ লাখ ৪৩ হাজারের বেশি এবং জীবনযাত্রা হয়ে উঠেছে অমানবিক, অনিরাপদ ও রোগে পরিপূর্ণ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
১ ঘণ্টা আগেকৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেদক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। এবার প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের বেলায়ও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই ১ লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল—যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
২ ঘণ্টা আগে