Ajker Patrika

নিওমে আটকে নেই সৌদি যুবরাজ, সীমানা ছাড়িয়ে পর্যটনে নজর তাঁর

আপডেট : ১৭ মে ২০২৪, ১৬: ৩৪
নিওমে আটকে নেই সৌদি যুবরাজ, সীমানা ছাড়িয়ে পর্যটনে নজর তাঁর

কেবল নিওম শহরেই আটকে নেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী পরিকল্পনা। শুধু তাঁর রাজ্য নয়, পুরো দেশের উন্নয়নের দিকেই নজর রয়েছে তাঁর। কয়েক শ কোটি ডলারের আরও প্রকল্প নির্মাণ করতে চান তিনি। সে ক্ষেত্রে নিজ দেশের সীমানা পেরিয়েও যেতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

মিসরকে দারুণ একটি প্রস্তাব দিতে যাচ্ছেন ক্রাউন প্রিন্স। লাক্সারি লঞ্চেস জানিয়েছে, লোহিত সাগরে জনপ্রিয় অবকাশ যাপনের স্থান রাস ঘামিলা কেনার পরিকল্পনা করছেন তিনি। সেখানেই বাস্তবায়ন করবেন কয়েক শ কোটি ডলারের নতুন প্রকল্প।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, মিসরের রাস ঘামিলায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ সৌদি কর্মকর্তারা সৌদি কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার ৩০ কোটি ডলারের ডিপোজিট ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। প্রকল্পটির ব্যাপারে মিসরেরও সমর্থন রয়েছে। এই প্রকল্পে বিদেশি অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যাবে।

সাড়ে তিন হাজার কোটি ডলারের এমিরাতি বে এল-হেকমা চুক্তির মাঝে আগের ডিপোজিটের ১ হাজার ১০০ কোটি ডলারও রয়েছে বলে উল্লেখ করেছে মিসরীয় সরকার।

রাস ঘামিলা হচ্ছে একটি উচ্চমূল্যের কৌশলগত জমি—যা প্রায় ৮ লাখ ৬০ হাজার বর্গমিটার বিস্তৃত। জায়গাটির অবস্থান তিরান ও সানাফির দ্বীপপুঞ্জের কাছে। আর তাই রাস ঘামিলার প্রাকৃতিক সৌন্দর্য ও অবস্থানকে কাজে লাগিয়ে শার্ম আল-শেখ এবং নিওমের মধ্যে পর্যটন খাতের বিকাশ ঘটানোর আশা করছে সৌদি আরব।

১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের নিওম শহর নির্মাণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে চাইছে সৌদি আরব। নিওমে থাকবে কাচঘেরা স্থাপনা ‘দ্য লাইন’, সমুদ্রপ্রেমীদের জন্য সমৃদ্ধ দ্বীপ সিন্দালাহ এবং ট্রোজেনা নামে বছরব্যাপী স্কি করার একটি গ্রামসহ অবিশ্বাস্য কিছু প্রকল্প।

ক্রাউন প্রিন্সের স্বপ্নের প্রকল্পগুলো এত দ্রুতগতিতে এগিয়ে চলেছে যে ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও প্রকল্পের কাজের গতি কমাতে চায় না সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত