আজকের পত্রিকা ডেস্ক
গাজা উপত্যকা ভয়াবহ ‘মানবসৃষ্ট খরা’র মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শিশুরা এখন তৃষ্ণায় মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র জেমস এল্ডার।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এল্ডার বলেন, শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে... পানযোগ্য জলের উৎপাদন কেন্দ্রগুলোর মাত্র ৪০ শতাংশ এখনো কার্যকর আছে।
এর আগে ইউনিসেফ জানায়, গাজা উপত্যকায় মে মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর একদিন পরই এমন সতর্কবার্তা দিল গাজা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রগুলোর পরিসংখ্যান বলছে, এপ্রিলের তুলনায় শিশুদের অপুষ্টি শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারির তুলনায় (যখন যুদ্ধবিরতি ছিল এবং ত্রাণ প্রবেশ করছিল) তা বেড়েছে ১৫০ শতাংশ।
ইউনিসেফ এই পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে বলেছে, অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে শিশুদের জীবন চরম ঝুঁকিতে পড়বে।
গাজা উপত্যকা ভয়াবহ ‘মানবসৃষ্ট খরা’র মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শিশুরা এখন তৃষ্ণায় মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র জেমস এল্ডার।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এল্ডার বলেন, শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে... পানযোগ্য জলের উৎপাদন কেন্দ্রগুলোর মাত্র ৪০ শতাংশ এখনো কার্যকর আছে।
এর আগে ইউনিসেফ জানায়, গাজা উপত্যকায় মে মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর একদিন পরই এমন সতর্কবার্তা দিল গাজা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রগুলোর পরিসংখ্যান বলছে, এপ্রিলের তুলনায় শিশুদের অপুষ্টি শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারির তুলনায় (যখন যুদ্ধবিরতি ছিল এবং ত্রাণ প্রবেশ করছিল) তা বেড়েছে ১৫০ শতাংশ।
ইউনিসেফ এই পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে বলেছে, অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে শিশুদের জীবন চরম ঝুঁকিতে পড়বে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
২ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
২ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৪ ঘণ্টা আগে