Ajker Patrika

সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি

সৌদির আকাশে চাঁদ দেখা যায়নি

ঢাকা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে আগামী বৃহস্পতিবার। আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমস। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে সীমিত আকারে ঈদের নামাজের নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

গত ১৩ এপ্রিল থেকে সৌদি আরবে রমজান শুরু হয়েছে। সৌদির সাথে রমজান শুরু হয়েছে আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও।

সৌদি আরবের সাথে এই দেশগুলো ঈদ উদযাপন করবে।

সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়েছে। যার ফলে বাংলাদেশে ঈদ হবে আগামী ১৪ মে শুক্রবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত