গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে এবার সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে কাঁপছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি, হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং আগাম নির্বাচনের দাবিতে গতকাল রোববার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলা আটকাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় অব্যাহত ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজায় এ পর্যন্ত অন্তত ৩২ হাজার ৭৮২ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
গত নভেম্বরে ইসরায়েল এবং হামাসের মধ্যে এক যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ১০০ জনেরও বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। বর্তমানে কায়রোতে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময়ের নতুন দফা আলোচনার ব্যাপারে আশা করা হচ্ছে। তবে হামাস বলেছে, তারা এখনো প্রতিনিধিদল পাঠাবে কি না সে সিদ্ধান্ত নেয়নি।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের চারপাশ অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তাঁরা এই আন্দোলন আরও কয়েক দিন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য শহরেই তাঁবুতে ঘুমোবেন।
বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা নেতানিয়াহুর নীতিতে বিরক্ত। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চান তাঁরা। কারণ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারের ব্যাপারে আন্তরিক নন। বিক্ষোভকারীরা তফসিলের প্রায় দুই বছর আগে আগাম নির্বাচনের দাবি জানান।
বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড বিক্ষোভে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধ্বংস করছেন এবং বন্দীদের জীবনকে ছেড়ে দিয়েছেন তাঁদের ভাগ্যের ওপর। ইয়ার ল্যাপিড বলেন, নেতানিয়াহু রাজনীতির জন্য সবকিছুই করছেন, কিন্তু দেশের জন্য কিছুই করছেন না।
ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
এদিকে, নেতানিয়াহু তাঁর হার্নিয়া অস্ত্রোপচারের আগে টেলিভিশন ভাষণে বলেছিলেন, তিনি জিম্মিদের পরিবারের ব্যথা বুঝতে পারছেন। তিনি বলেন, নতুন নির্বাচন ডাকলে ইসরায়েল ছয় থেকে আট মাসের জন্য পঙ্গু হয়ে যাবে।
নেতানিয়াহু দক্ষিণ গাজার শহর রাফাহে আবারও সামরিক স্থল অভিযানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, রাফাহে না গিয়ে বিজয় অর্জিত হবে না। তিনি বলেন, মার্কিন চাপ তাঁকে বাধা দেবে না।
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে এবার সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে কাঁপছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি, হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং আগাম নির্বাচনের দাবিতে গতকাল রোববার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলা আটকাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় অব্যাহত ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গাজায় এ পর্যন্ত অন্তত ৩২ হাজার ৭৮২ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
গত নভেম্বরে ইসরায়েল এবং হামাসের মধ্যে এক যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ১০০ জনেরও বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। বর্তমানে কায়রোতে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময়ের নতুন দফা আলোচনার ব্যাপারে আশা করা হচ্ছে। তবে হামাস বলেছে, তারা এখনো প্রতিনিধিদল পাঠাবে কি না সে সিদ্ধান্ত নেয়নি।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের চারপাশ অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। তাঁরা এই আন্দোলন আরও কয়েক দিন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য শহরেই তাঁবুতে ঘুমোবেন।
বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা নেতানিয়াহুর নীতিতে বিরক্ত। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চান তাঁরা। কারণ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারের ব্যাপারে আন্তরিক নন। বিক্ষোভকারীরা তফসিলের প্রায় দুই বছর আগে আগাম নির্বাচনের দাবি জানান।
বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড বিক্ষোভে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধ্বংস করছেন এবং বন্দীদের জীবনকে ছেড়ে দিয়েছেন তাঁদের ভাগ্যের ওপর। ইয়ার ল্যাপিড বলেন, নেতানিয়াহু রাজনীতির জন্য সবকিছুই করছেন, কিন্তু দেশের জন্য কিছুই করছেন না।
ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
এদিকে, নেতানিয়াহু তাঁর হার্নিয়া অস্ত্রোপচারের আগে টেলিভিশন ভাষণে বলেছিলেন, তিনি জিম্মিদের পরিবারের ব্যথা বুঝতে পারছেন। তিনি বলেন, নতুন নির্বাচন ডাকলে ইসরায়েল ছয় থেকে আট মাসের জন্য পঙ্গু হয়ে যাবে।
নেতানিয়াহু দক্ষিণ গাজার শহর রাফাহে আবারও সামরিক স্থল অভিযানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, রাফাহে না গিয়ে বিজয় অর্জিত হবে না। তিনি বলেন, মার্কিন চাপ তাঁকে বাধা দেবে না।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে