Ajker Patrika

ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ নিহত ৫ 

আপডেট : ২০ জুন ২০২৩, ১০: ২৯
ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ নিহত ৫ 

ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেন্দের এক অভিযানে তারা নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে। 

ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার থেকে জেনিন ক্যাম্পে মিসাইল ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নষ্ট ও পড়ে থাকা বেশ কিছু যানবাহন পুড়িয়ে ফেলার জন্য মিসাইল ছোড়া হয়েছে। গাড়ির পোড়া অংশগুলো শিগগিরই অপসারণ করা হবে। আর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন কাসাম ফয়সাল আবু সিরিয়া (২৯), খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। 

ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার পর এই প্রথম ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে হামলায় হেলিকপ্টার ব্যবহার করল। ইসরায়েলি বাহিনী সৈন্যদের বের করার সময় হেলিকপ্টারটি মাটিতে থাকা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। 

এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধ চলছে, মাথার ওপর শুধু হেলিকপ্টার উড়ছে। অথচ আমাদের নিরাপদে কোথাও যাওয়ার সুযোগ নেই। আজ সকালে হেলিকপ্টারগুলো জেনিনে আক্রমণ চালিয়েছে। অনেকেই হতাহত হয়েছেন। গ্যাস ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ক্যাম্পে পানির অভাব দেখা দিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিনে ইসরায়েলের এই আগ্রাসন খুবই জঘন্য ও ভয়াবহ। এটি দ্রুত থামাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত