ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের আটক করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হামাসের সঙ্গে সংস্থার যোগসূত্রের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের এই অভিযোগ গতকাল সোমবারই তুলেছে জাতিসংঘ।
ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোওমা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কয়েকজন কর্মী জানিয়েছেন, নির্যাতন ও নিষ্ঠুরতা চালিয়ে স্বীকারোক্তি দিতে তাঁদের বাধ্য করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংস্থা ও হামাসের যোগসূত্রের বিষয়ে এই মিথ্যা স্বীকারোক্তিগুলো নেওয়া হয়।’
এর আগে জাতিসংঘের এই সংস্থার অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে ইসরায়েল। সংস্থাটির ১৩ হাজার কর্মীর ১২ শতাংশই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্য বলেও অভিযোগ করে দেশটি। সেলফোনের ডেটা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ কর্মীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় ইসরায়েল।
অভিযোগের মুখে পড়া ১২ কর্মীর মধ্যে ১০ জনকেই ছাঁটাই করা হয়েছে এবং অন্য দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউএনআরডব্লিউএ।
তোওমা বলেন, ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সংস্থাটি সম্পর্কে ভুল তথ্য ছড়াতে ‘নির্যাতনের মুখে’ মিথ্যা স্বীকারোক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ৭ অক্টোবরের হামলায় সংশ্লিষ্টতার অভিযোগের মুখে থাকা ১২ জনের বিষয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে- এমন কিছু তিনি বলেননি।
ইউএনআরডব্লিউর এক প্রতিবেদনে যুদ্ধের সময় গাজায় আটকে রাখা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এদের মধ্যে ২১ জন ইউএনআরডব্লিউএ কর্মী রয়েছেন। কয়েকজন বলেছেন, তাদের মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগার ও সামরিক স্থাপনাগুলোতে বন্দী গাজার বাসিন্দাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি অপ্রকাশিত প্রতিবেদনটির একটি কপি সিএনএনের কাছে আছে। ইউএনআরডব্লিউএ বলছে, ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনটি আদৌ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে দেখা যায়, মারধর, অনিদ্রা, যৌন নির্যাতন এবং নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে যৌন সহিংসতার হুমকির কথা সাক্ষ্যে উল্লেখ করেছেন বন্দীরা। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্যাতনের কারণে অনেকের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএর প্রতিবেদনে উল্লেখিত সব নির্যাতনের কথা নিশ্চিত করতে পারেনি সিএনএন তবে এর আগেও ফিলিস্তিনি বন্দীরা একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে।
ইউএনআরডব্লিউএ কর্মীদের নির্যাতন ও আটক করার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘আটক বা জিজ্ঞাসাবাদের সময় দুর্ব্যবহার করা আইডিএফের মূল্যবোধ ও আদেশের লঙ্ঘন। তাই এ ধরনের কর্মকাণ্ড একেবারে নিষিদ্ধ।’
আটককৃতদের মৃত্যুর বিষয়ে সামরিক পুলিশ তদন্ত করছে এবং বর্তমানে তা বিচারাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪ হাজার গাজাবাসীকে আটক করেছে আইডিএফ। গত ১৯ ফেব্রুয়ারি বয়স্ক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীসহ ২৯ শিশু ও ৮০জন নারীকে আটক করার অভিযোগ করে সংস্থাটি।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের আটক করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হামাসের সঙ্গে সংস্থার যোগসূত্রের বিষয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের এই অভিযোগ গতকাল সোমবারই তুলেছে জাতিসংঘ।
ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোওমা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কয়েকজন কর্মী জানিয়েছেন, নির্যাতন ও নিষ্ঠুরতা চালিয়ে স্বীকারোক্তি দিতে তাঁদের বাধ্য করছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংস্থা ও হামাসের যোগসূত্রের বিষয়ে এই মিথ্যা স্বীকারোক্তিগুলো নেওয়া হয়।’
এর আগে জাতিসংঘের এই সংস্থার অন্তত ১২ কর্মীর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে ইসরায়েল। সংস্থাটির ১৩ হাজার কর্মীর ১২ শতাংশই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্য বলেও অভিযোগ করে দেশটি। সেলফোনের ডেটা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ কর্মীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় ইসরায়েল।
অভিযোগের মুখে পড়া ১২ কর্মীর মধ্যে ১০ জনকেই ছাঁটাই করা হয়েছে এবং অন্য দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ইউএনআরডব্লিউএ।
তোওমা বলেন, ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সংস্থাটি সম্পর্কে ভুল তথ্য ছড়াতে ‘নির্যাতনের মুখে’ মিথ্যা স্বীকারোক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ৭ অক্টোবরের হামলায় সংশ্লিষ্টতার অভিযোগের মুখে থাকা ১২ জনের বিষয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে- এমন কিছু তিনি বলেননি।
ইউএনআরডব্লিউর এক প্রতিবেদনে যুদ্ধের সময় গাজায় আটকে রাখা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এদের মধ্যে ২১ জন ইউএনআরডব্লিউএ কর্মী রয়েছেন। কয়েকজন বলেছেন, তাদের মারধর ও হুমকি দেওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগার ও সামরিক স্থাপনাগুলোতে বন্দী গাজার বাসিন্দাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি অপ্রকাশিত প্রতিবেদনটির একটি কপি সিএনএনের কাছে আছে। ইউএনআরডব্লিউএ বলছে, ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনটি আদৌ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে দেখা যায়, মারধর, অনিদ্রা, যৌন নির্যাতন এবং নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধে যৌন সহিংসতার হুমকির কথা সাক্ষ্যে উল্লেখ করেছেন বন্দীরা। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্যাতনের কারণে অনেকের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএর প্রতিবেদনে উল্লেখিত সব নির্যাতনের কথা নিশ্চিত করতে পারেনি সিএনএন তবে এর আগেও ফিলিস্তিনি বন্দীরা একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে।
ইউএনআরডব্লিউএ কর্মীদের নির্যাতন ও আটক করার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘আটক বা জিজ্ঞাসাবাদের সময় দুর্ব্যবহার করা আইডিএফের মূল্যবোধ ও আদেশের লঙ্ঘন। তাই এ ধরনের কর্মকাণ্ড একেবারে নিষিদ্ধ।’
আটককৃতদের মৃত্যুর বিষয়ে সামরিক পুলিশ তদন্ত করছে এবং বর্তমানে তা বিচারাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউএনআরডব্লিউএ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪ হাজার গাজাবাসীকে আটক করেছে আইডিএফ। গত ১৯ ফেব্রুয়ারি বয়স্ক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীসহ ২৯ শিশু ও ৮০জন নারীকে আটক করার অভিযোগ করে সংস্থাটি।
আন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি
১ ঘণ্টা আগেসম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতি
১ ঘণ্টা আগেজাপানে শিশু জনসংখ্যা টানা ৪৪ বছর ধরে হ্রাস পাচ্ছে। এবার শিশু দিবস উপলক্ষে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। নতুন তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার, যা আগের বছরের
২ ঘণ্টা আগেজীবন যেন একেবারে চলচ্চিত্রের মতো—দ্রুত এক উত্থানের পর তীব্র পতন। ২০১৮ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এয়ারসেল-এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি ‘দ্য রানবীর শো’ পডকাস্টে এসে তিনি শোনালেন তাঁর উত্থান-পতনের গল্প। জানালেন কীভাবে সাড়ে ৯০০০ কোটি টাকা হারানোর পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
২ ঘণ্টা আগে