Ajker Patrika

গাজায় জিম্মি থাকা নারী সেনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করল ইসরায়েল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০০: ০৯
গাজায় জিম্মি থাকা নারী সেনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে হামাসের কাছে বন্দী অবস্থায় থাকা এক সেনাকে উদ্ধার করেছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টার দিকে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সেনাসদস্যকে ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে আকস্মিক হামলার সময় হামাস যোদ্ধারা অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। স্থানীয় সময় অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটে জানায়, উদ্ধার হওয়া সেনাসদস্যের নাম কর্নেল ইউরি মাগিদিশ। ওই টুইটে মাগিদিশসহ তাঁর পরিবারের সদস্যদের একটি ছবি পোস্ট করে উদ্ধারের তথ্য জানানো হয়।

টুইটে বলা হয়েছে, ‘এই সৈনিকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো এবং সে পরিবারের কাছে আছে।’ 

টুইটে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা বাহিনী অপহৃতদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

উল্লেখ্য, সম্প্রতি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন। 

একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা ৫০ ছুঁয়েছে।’  

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত