ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে হামাসের কাছে বন্দী অবস্থায় থাকা এক সেনাকে উদ্ধার করেছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টার দিকে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সেনাসদস্যকে ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে আকস্মিক হামলার সময় হামাস যোদ্ধারা অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। স্থানীয় সময় অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটে জানায়, উদ্ধার হওয়া সেনাসদস্যের নাম কর্নেল ইউরি মাগিদিশ। ওই টুইটে মাগিদিশসহ তাঁর পরিবারের সদস্যদের একটি ছবি পোস্ট করে উদ্ধারের তথ্য জানানো হয়।
টুইটে বলা হয়েছে, ‘এই সৈনিকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো এবং সে পরিবারের কাছে আছে।’
টুইটে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা বাহিনী অপহৃতদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সম্প্রতি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা ৫০ ছুঁয়েছে।’
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে হামাসের কাছে বন্দী অবস্থায় থাকা এক সেনাকে উদ্ধার করেছে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টার দিকে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে।
ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সেনাসদস্যকে ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে আকস্মিক হামলার সময় হামাস যোদ্ধারা অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। স্থানীয় সময় অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটে জানায়, উদ্ধার হওয়া সেনাসদস্যের নাম কর্নেল ইউরি মাগিদিশ। ওই টুইটে মাগিদিশসহ তাঁর পরিবারের সদস্যদের একটি ছবি পোস্ট করে উদ্ধারের তথ্য জানানো হয়।
টুইটে বলা হয়েছে, ‘এই সৈনিকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো এবং সে পরিবারের কাছে আছে।’
টুইটে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা বাহিনী অপহৃতদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সম্প্রতি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা ৫০ ছুঁয়েছে।’
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে