Ajker Patrika

ইসরায়েলের হামলার পরও সংযমের আহ্বান অন্যায্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিবিসি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বানকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

বার্তায় আরাকচি উল্লেখ করেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি ইউরোপীয় দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থানেরও সমালোচনা করেন।

আরাকচি আরও বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্ধারিত। আমরা আমাদের ভূখণ্ডে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।”

এদিকে, ইউরোপীয় ও পশ্চিমা নেতারা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনায় শান্ত থাকার আহ্বান জানালেও, ইরান বলছে এটি তার আত্মরক্ষার অধিকার। ইরান দাবি করছে, ইসরায়েলই প্রথমে তাদের ওপর আগ্রাসন চালিয়েছে এবং তেহরানের জবাব ছিল প্রতিরক্ষামূলক ও ন্যায়সঙ্গত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত