ঢাকা: ২০১৮ সালে দুবাইয়ের প্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন রাজকন্যা লতিফা। তিনি দুবাইয়ের শাসক মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের কন্যা। পালিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই লতিফাকে ভারত মহাসাগর থেকে আবারও দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তার আর কোন খোঁজই ছিলনা। অনেকেই আশঙ্কা করেন, লতিফার ভাগ্যে হয়তো খারাপ কিছু ঘটেছে। জল এতটাই ঘোলা হয় যে, গত এপ্রিলে লতিফার বেঁচে থাকার প্রমাণ চেয়ে বসে জাতিসংঘও। তবে, শেষ পর্যন্ত লতিফা বেঁচে আছেন বলেই মনে করা হচ্ছে। দুই দিন আগে ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবি অন্তত সে কথাই জানান দিচ্ছে।
গত শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়– ইন্সটাগ্রামে লতিফার অ্যাকাউন্ট থেকেই ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটিতে তার সঙ্গে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর সদস্য সিয়ন্ড টেইলরকেও দেখা গেছে। ইন্সটাগ্রামে সিয়ন্ড টেইলরও একই ছবি পোস্ট করেছেন।
দুবাইয়ের একটি শপিং মলে তোলা সেই ছবিতে দেখা যায়– একটি কফি শপের টেবিলে লতিফা ও টেইলর ছাড়াও আরও একজন নারী বসে আছেন। মেটাডাটা ব্যবহার না করায় ছবিটি কবে তোলা হয়েছে তা জানার কোন উপায় নেই। তবে তাদের পেছনেই এনিমেশন মুভি ‘ডেমন স্ল্যায়ার: মিউগেন ট্রেন’–এর একটি বিজ্ঞাপন দেখা গেছে। গত ১৩ এপ্রিল আরব আমিরাতে এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়। বিবিসির কাছে ছবিটিকে আসল বলেই দাবি করেছেন রাজকন্যা লতিফার ঘনিষ্ঠ বন্ধুরা।
মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে লতিফার মা হলেন আলজেরিয়ার নাগরিক হুররিয়া আহমেদ আল-মা’শ। মাকতুমের ২৩ সন্তানের মধ্যে হুররিয়ার ঘরে মোট চার সন্তান জন্মগ্রহণ করেন, যাদের মধ্যে লতিফা তৃতীয়। ২০১৮ সালে প্রাসাদ ছেড়ে পালানোর সময় লতিফার বয়স ছিল ৩৩ বছর। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা লতিফা ছিলেন দক্ষ স্কাই ডাইভার। তাকে প্রায়ই দেখা যেত– আরব আমিরাতের জাতীয় পতাকা গায়ে চাপিয়ে প্লেন থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। তবে, প্রাসাদ ছেড়ে পালানোর আগে এক ভিডিওতে লতিফা দাবি করেন– এ সব লোক দেখানো স্টান্টবাজি। তিনি ১৮ বছর ধরে কার্যত বন্দি। এই বন্দিজীবন শুরু হয় তার বড় বোন রাজকন্যা শামসা ইংল্যান্ডের প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে। সেসময় ১৯ বছর বয়সী শামসাকেও কিছুদিনের মধ্যেই শেখ মুহাম্মদ আল মাকতুমের ব্যক্তিগত অনুচররা খুঁজে বের করে দেশে ফিরিয়ে নিয়ে যায়। তখন থেকেই শামসার মতো লতিফার জীবনেও আসে নানাবিধ নিষেধাজ্ঞা। শামসাকে ফিরিয়ে নেওয়ার দুই বছর পর ১৬ বছর বয়সে লতিফা প্রথমবারের মতো প্রাসাদ ছেড়ে পালাতে গিয়ে ব্যর্থ হন। এরপর প্রায় তিন বছর তিনি সম্পূর্ণ বন্দি অবস্থায় ছিলেন।
২০১১ সালে লতিফা আবারও পালানোর পরিকল্পনা শুরু করেন। যোগাযোগ করেন ফরাসি নৌ কর্মকর্তা হার্ভে জুঁবের সঙ্গে। তিনি একসময় আরব আমিরাতে ব্যবসায়ী পরিচয়ে থাকতেন।
২০১৪ সালে লতিফার পরিকল্পনায় যুক্ত হন ফিনল্যান্ডের নাগরিক টিনা জুহাইনেন। দুবাইয়ে মার্শাল আর্ট শেখাতে এসে তিনি হয়ে ওঠেন লতিফার সার্বক্ষণিক সঙ্গী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি টিনার সঙ্গেই একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন লতিফা। ওমানের বর্ডার পেরিয়ে জুঁবের ইয়টে গিয়ে ওঠেন। ইয়ট ছুটে চলে ভারতের দিকে। সেখান থেকে প্লেনে চড়ে আমেরিকা গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার কথা ছিল লতিফার। কিন্তু আরব আমিরাতের একটি হ্যাকার বাহিনী ফোন ট্র্যাক করে তাদের অবস্থান জেনে যায়। ২০১৮ সালের ৪ মার্চ ভারতের গোয়া সমুদ্রবন্দর থেকে ৩০ মাইল দূরে থাকা অবস্থায় ভারতীয় কোস্টগার্ড তাদের ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে বেশ কয়েকজন আমিরাতি সৈন্য। লতিফা, টিনা, জুঁবে এবং অন্য ক্রুদের ইয়টে করেই আমিরাতের ন্যাভাল বেইজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এতটাই গোপন ছিল যে, পাঁচদিন পর ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল তাদের অপহরণের সংবাদটি প্রকাশ করে।
ঢাকা: ২০১৮ সালে দুবাইয়ের প্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন রাজকন্যা লতিফা। তিনি দুবাইয়ের শাসক মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের কন্যা। পালিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই লতিফাকে ভারত মহাসাগর থেকে আবারও দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তার আর কোন খোঁজই ছিলনা। অনেকেই আশঙ্কা করেন, লতিফার ভাগ্যে হয়তো খারাপ কিছু ঘটেছে। জল এতটাই ঘোলা হয় যে, গত এপ্রিলে লতিফার বেঁচে থাকার প্রমাণ চেয়ে বসে জাতিসংঘও। তবে, শেষ পর্যন্ত লতিফা বেঁচে আছেন বলেই মনে করা হচ্ছে। দুই দিন আগে ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবি অন্তত সে কথাই জানান দিচ্ছে।
গত শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়– ইন্সটাগ্রামে লতিফার অ্যাকাউন্ট থেকেই ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটিতে তার সঙ্গে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর সদস্য সিয়ন্ড টেইলরকেও দেখা গেছে। ইন্সটাগ্রামে সিয়ন্ড টেইলরও একই ছবি পোস্ট করেছেন।
দুবাইয়ের একটি শপিং মলে তোলা সেই ছবিতে দেখা যায়– একটি কফি শপের টেবিলে লতিফা ও টেইলর ছাড়াও আরও একজন নারী বসে আছেন। মেটাডাটা ব্যবহার না করায় ছবিটি কবে তোলা হয়েছে তা জানার কোন উপায় নেই। তবে তাদের পেছনেই এনিমেশন মুভি ‘ডেমন স্ল্যায়ার: মিউগেন ট্রেন’–এর একটি বিজ্ঞাপন দেখা গেছে। গত ১৩ এপ্রিল আরব আমিরাতে এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়। বিবিসির কাছে ছবিটিকে আসল বলেই দাবি করেছেন রাজকন্যা লতিফার ঘনিষ্ঠ বন্ধুরা।
মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে লতিফার মা হলেন আলজেরিয়ার নাগরিক হুররিয়া আহমেদ আল-মা’শ। মাকতুমের ২৩ সন্তানের মধ্যে হুররিয়ার ঘরে মোট চার সন্তান জন্মগ্রহণ করেন, যাদের মধ্যে লতিফা তৃতীয়। ২০১৮ সালে প্রাসাদ ছেড়ে পালানোর সময় লতিফার বয়স ছিল ৩৩ বছর। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা লতিফা ছিলেন দক্ষ স্কাই ডাইভার। তাকে প্রায়ই দেখা যেত– আরব আমিরাতের জাতীয় পতাকা গায়ে চাপিয়ে প্লেন থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। তবে, প্রাসাদ ছেড়ে পালানোর আগে এক ভিডিওতে লতিফা দাবি করেন– এ সব লোক দেখানো স্টান্টবাজি। তিনি ১৮ বছর ধরে কার্যত বন্দি। এই বন্দিজীবন শুরু হয় তার বড় বোন রাজকন্যা শামসা ইংল্যান্ডের প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে। সেসময় ১৯ বছর বয়সী শামসাকেও কিছুদিনের মধ্যেই শেখ মুহাম্মদ আল মাকতুমের ব্যক্তিগত অনুচররা খুঁজে বের করে দেশে ফিরিয়ে নিয়ে যায়। তখন থেকেই শামসার মতো লতিফার জীবনেও আসে নানাবিধ নিষেধাজ্ঞা। শামসাকে ফিরিয়ে নেওয়ার দুই বছর পর ১৬ বছর বয়সে লতিফা প্রথমবারের মতো প্রাসাদ ছেড়ে পালাতে গিয়ে ব্যর্থ হন। এরপর প্রায় তিন বছর তিনি সম্পূর্ণ বন্দি অবস্থায় ছিলেন।
২০১১ সালে লতিফা আবারও পালানোর পরিকল্পনা শুরু করেন। যোগাযোগ করেন ফরাসি নৌ কর্মকর্তা হার্ভে জুঁবের সঙ্গে। তিনি একসময় আরব আমিরাতে ব্যবসায়ী পরিচয়ে থাকতেন।
২০১৪ সালে লতিফার পরিকল্পনায় যুক্ত হন ফিনল্যান্ডের নাগরিক টিনা জুহাইনেন। দুবাইয়ে মার্শাল আর্ট শেখাতে এসে তিনি হয়ে ওঠেন লতিফার সার্বক্ষণিক সঙ্গী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি টিনার সঙ্গেই একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন লতিফা। ওমানের বর্ডার পেরিয়ে জুঁবের ইয়টে গিয়ে ওঠেন। ইয়ট ছুটে চলে ভারতের দিকে। সেখান থেকে প্লেনে চড়ে আমেরিকা গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার কথা ছিল লতিফার। কিন্তু আরব আমিরাতের একটি হ্যাকার বাহিনী ফোন ট্র্যাক করে তাদের অবস্থান জেনে যায়। ২০১৮ সালের ৪ মার্চ ভারতের গোয়া সমুদ্রবন্দর থেকে ৩০ মাইল দূরে থাকা অবস্থায় ভারতীয় কোস্টগার্ড তাদের ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে বেশ কয়েকজন আমিরাতি সৈন্য। লতিফা, টিনা, জুঁবে এবং অন্য ক্রুদের ইয়টে করেই আমিরাতের ন্যাভাল বেইজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এতটাই গোপন ছিল যে, পাঁচদিন পর ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল তাদের অপহরণের সংবাদটি প্রকাশ করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেআলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটন সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
৩৭ মিনিট আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার-২০২৫ (আইআইজিটিএফ)—এ অংশ নিচ্ছেন। বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি, মুম্বাই
২ ঘণ্টা আগেপাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
৩ ঘণ্টা আগে