সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি।
মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে।’
এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে বলে জানানো হয় বিবৃতিতে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অস্থায়ীভাবে সরকারি সব ব্যস্ততা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন বলেও উল্লেখ করা হয়েছে।
লিউকেমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়।
এর আগে ২০১৯ সালে দাবি করা হয়েছিল, এক বছর ধরে লড়াই করার পর স্তন ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
১৯৭৫ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা সাবেক এই ব্যাংকার ২০১১ সালে সিরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে একজন প্রগতিশীল অধিকারের আইনজীবী ছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট বাশারের স্ত্রী হিসেবে তিনি ছিলেন আসাদ রাজবংশের সবচেয়ে আধুনিক নারী। একসময় মার্কিন ভোগ ম্যাগাজিনের কাভার স্টোরিতে ‘অ্যা রোজ ইন দ্য ডেজার্ট’ হিসেবে ঠাঁই পেয়েছিলেন তিনি। যদিও পরে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর স্বামীর নৃশংস নির্যাতনকে সমর্থন করার জন্য পরবর্তী সময়ে তিনি নিন্দা ও সমালোচনার মুখেও পড়েন।
আসমা আল-আসাদের বাবা একজন কার্ডিওলজিস্ট এবং মা একজন কূটনীতিক। আসাদের সঙ্গে তাঁর দুই ছেলে ও এক কন্যা রয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি।
মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে।’
এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে বলে জানানো হয় বিবৃতিতে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অস্থায়ীভাবে সরকারি সব ব্যস্ততা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন বলেও উল্লেখ করা হয়েছে।
লিউকেমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়।
এর আগে ২০১৯ সালে দাবি করা হয়েছিল, এক বছর ধরে লড়াই করার পর স্তন ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।
১৯৭৫ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা সাবেক এই ব্যাংকার ২০১১ সালে সিরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে একজন প্রগতিশীল অধিকারের আইনজীবী ছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট বাশারের স্ত্রী হিসেবে তিনি ছিলেন আসাদ রাজবংশের সবচেয়ে আধুনিক নারী। একসময় মার্কিন ভোগ ম্যাগাজিনের কাভার স্টোরিতে ‘অ্যা রোজ ইন দ্য ডেজার্ট’ হিসেবে ঠাঁই পেয়েছিলেন তিনি। যদিও পরে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর স্বামীর নৃশংস নির্যাতনকে সমর্থন করার জন্য পরবর্তী সময়ে তিনি নিন্দা ও সমালোচনার মুখেও পড়েন।
আসমা আল-আসাদের বাবা একজন কার্ডিওলজিস্ট এবং মা একজন কূটনীতিক। আসাদের সঙ্গে তাঁর দুই ছেলে ও এক কন্যা রয়েছে।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁত ভাঙা জবাব দেবে।
৬ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে