Ajker Patrika

জো বাইডেনের সৌদি সফর ঘিরে মিসর, বাহরাইন ও জর্ডানের নেতাদের বৈঠক

আপডেট : ২০ জুন ২০২২, ১৬: ০৩
জো বাইডেনের সৌদি সফর ঘিরে মিসর, বাহরাইন ও জর্ডানের নেতাদের বৈঠক

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ ও ১৬ জুলাই সৌদি আরব সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে আলোচনায় বসেছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। স্থানীয় সময় রোববার মিসরের শারম আল-শেখ শহরে তাঁরা বৈঠক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ। 

সৌদি সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরব নেতাদের সঙ্গে জ্বালানি সংকট, ইউক্রেন যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ, ইরানের পরমাণু প্রকল্প, সাইবার সিকিউরিটি ও খাদ্যনিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

রোববারের বৈঠকে তিন দেশের নেতারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া খাদ্যনিরাপত্তা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি ব্যয়ের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য আরব দেশগুলোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন নেতারা। 

তিন দেশের নেতারা আসন্ন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্মেলনকে স্বাগত জানিয়েছেন। জর্ডান, মিসর, ইরাক ও যুক্তরাষ্ট্রের নেতাদের একসঙ্গে করে এ সম্মেলন আয়োজন করার জন্য তাঁরা সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। 

বাদশাহ হামাদ বলেছেন, তাঁর মিসর সফর ছিল ঐতিহাসিক এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা, যা দুই দেশ, সরকার ও জনগণের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত