Ajker Patrika

পানিশূন্য হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য

পানিশূন্য হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য

মাত্র দুই দশক আগেও ইরানের উরমিয়া ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লেক। এই লেককে কেন্দ্র করেই তখন ফুলে ফেঁপে উঠছিল স্থানীয় অর্থনীতি। গড়ে উঠেছিল অসংখ্য হোটেল রেস্তোরাঁ। মানুষেরা সেখানে সাঁতার কাটতে যেতেন। 

ইরানি সাংবাদিক আহাদ আহমেদ সিএনএনকে বলেন, ‘উরমিয়া লেকে বেড়াতে যাওয়া মানুষেরা সাধারণত সেখানে বেশ কিছুদিন অবস্থান করতেন।’ সিএনএনকে তিনি ১৯৯৫ সালের কিছু ছবিও দেখান। ছবিতে দেখা যায়, উরমিয়া লেকের স্বচ্ছ পানিতে জলকেলিতে মেতে উঠেছেন অসংখ্য পর্যটক। সময়কে দারুণভাবে উপভোগ করছেন তারা। 

কিন্তু অবিশ্বাস্য দ্রুত গতিতে এখন মরে যাচ্ছে এই লেকটি। ১৯৯০-এর দশকে ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটারের এই লেকের আয়তন এখন মাত্র ২ হাজার ৫০০ বর্গকিলোমিটার। 

এই সমস্যা শুধু লেক উরমিয়ার নয়, মধ্যপ্রাচ্যের অসংখ্য এলাকার পানি এভাবেই বেমালুম হাওয়া হয়ে যাচ্ছে। পুরো অঞ্চলজুড়েই এখন তীব্র খরা দেখা দিচ্ছে। বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে বেশ কিছু এলাকা। মূলত জলবায়ু পরিবর্তন, পানির অব্যবস্থাপনা এবং মাত্রাতিরিক্ত পানি ব্যবহারের জন্যই আজ এমন পরিণতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের বরাতে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে-ইরান, ইরাক ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে বর্তমানে বিপুল পরিমাণ ভূ-গর্ভস্থ পানি টেনে তোলা হচ্ছে। খাদ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে চাষাবাদের জন্যই এমনটি করা হচ্ছে। এসব এলাকায় একদিকে যেমন মাটির নিচের পানি তুলে আনা হচ্ছে অন্যদিকে বৃষ্টির পরিমাণও আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। 

পানি শূন্যতার সবচেয়ে ভালো উদাহরণ এখন ইরান। কৃষি খাতে ব্যবহারের জন্য দেশটিতে অসংখ্য বাঁধ নির্মাণ করা হয়েছে। দেশটির পানি সম্পদের ৯০ শতাংশই ব্যবহার করা হয় চাষাবাদে। বৃষ্টির পানি দিয়ে এই চাহিদা পূরণ করতে না পারায় নদ-নদী, লেক এবং জলাভূমিগুলো তারা নিঃশেষ করে ফেলছে। এতে নানা ধরনের বিপদের মুখেও পড়ছে দেশটি। পানিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিও ঘোলাটে হতে শুরু করেছে। গত জুলাইয়ে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে অসংখ্য মানুষ পানির দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। 

ইরানের উরমিয়া লেক দ্রুত শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা গেছে-অসংখ্য মানুষ এই লেকের পানি শোষণ করছে। কৃষিকাজের জন্য বাঁধ দিয়ে পানি আটকে রাখার জন্য এই লেকের পানি প্রবেশের অসংখ্য প্রবাহ বন্ধ হয়ে গেছে। এভাবে পানি কমে যাওয়ার ফলে আরও একটি বড় সমস্যা দেখা দিয়েছে। নোনা পানির এই লেকটি আরও বেশি লবণাক্ত হয়ে উঠেছে। ফলে বিপদে পড়েছেন এই লেকের পানি চাষাবাদের কাজে ব্যবহার করা কৃষকেরা। অতিরিক্ত লবণের প্রভাবে তাদের ফসলি জমিগুলো মরে যাচ্ছে। 

ইরানের মতো জর্ডানের পানিশূন্যতাও এখন চরমে। দেশটির সাধারণ মানুষের প্রত্যেকে এখন গড়ে প্রতিদিন ৪০ লিটার করে পানি পাচ্ছেন। গবেষকেরা বলছেন, আগামী কয়েক দশকের মধ্যেই দেশটির পানি সরবরাহের এই সক্ষমতা অর্ধেকে নেমে আসবে। চাহিদা পূরণের জন্য বর্তমানে দেশটি ইসরায়েল থেকে বিপুল পরিমাণ পানি আমদানি করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত