অনলাইন ডেস্ক
ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
আজ সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের সঙ্গে একত্রে ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
এদিকে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ‘পোপ ফ্রান্সিস শান্তির প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যুদ্ধবিরোধী, ভালোবাসা ও সহনশীলতার বার্তা প্রচার করেছেন। ধর্ম, সভ্যতা ও জাতির মধ্যে সংলাপ গড়ে তোলার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।’
বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোপের অবস্থানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হিজবুল্লাহ জানায়, ‘তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার নিন্দা, মানবিক সহায়তার দাবি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান ছিল তাঁর সাহসী ও মানবিক অবস্থানের নিদর্শন।’
লেবাননের খ্রিষ্টানদের উদ্দেশে হিজবুল্লাহ আরও বলে, পোপ ফ্রান্সিস লেবাননকে ‘একটি গুরুত্বপূর্ণ বার্তার দেশ’ বলে আখ্যা দিয়েছিলেন। এই বার্তার আলোকে জাতিগত বিভেদ ভুলে ঐক্য ও সহাবস্থানের পথে লেবানিজ জনগণকে এগিয়ে যেতে হবে।
৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় বলে ভ্যাটিকান সূত্রে জানানো হয়। তিনি ছিলেন লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক ধর্মগুরু।
ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
আজ সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের সঙ্গে একত্রে ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
এদিকে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ‘পোপ ফ্রান্সিস শান্তির প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যুদ্ধবিরোধী, ভালোবাসা ও সহনশীলতার বার্তা প্রচার করেছেন। ধর্ম, সভ্যতা ও জাতির মধ্যে সংলাপ গড়ে তোলার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।’
বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোপের অবস্থানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হিজবুল্লাহ জানায়, ‘তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার নিন্দা, মানবিক সহায়তার দাবি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান ছিল তাঁর সাহসী ও মানবিক অবস্থানের নিদর্শন।’
লেবাননের খ্রিষ্টানদের উদ্দেশে হিজবুল্লাহ আরও বলে, পোপ ফ্রান্সিস লেবাননকে ‘একটি গুরুত্বপূর্ণ বার্তার দেশ’ বলে আখ্যা দিয়েছিলেন। এই বার্তার আলোকে জাতিগত বিভেদ ভুলে ঐক্য ও সহাবস্থানের পথে লেবানিজ জনগণকে এগিয়ে যেতে হবে।
৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় বলে ভ্যাটিকান সূত্রে জানানো হয়। তিনি ছিলেন লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক ধর্মগুরু।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
১ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৫ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৫ ঘণ্টা আগে