অনলাইন ডেস্ক
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ জুলাই) তাঁর ফাঁসি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে।
ভারতের কেরালার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে নার্স হিসেবে কাজ শুরু করেন। পরে স্থানীয় আইন মেনে একটি ক্লিনিক চালাতে গিয়ে তিনি তালাল আব্দো মাহদি নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করেন।
আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে মাহদির মৃতদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী—মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি ‘রক্তমূল্য’ বা ‘দিয়া’ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড মাফ করা যায়। এই সুযোগে ভরসা রেখে নিমিশার পরিবার মাহদির পরিবারের কাছে এক মিলিয়ন ডলার রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে ইয়েমেনের সানায় কারাবন্দী নিমিশার মা গত এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন এবং আলোচনার জন্য স্থানীয় সমাজকর্মী স্যামুয়েল জেরোমের সঙ্গে কাজ করছেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নিমিশাকে তারা সর্বোচ্চ কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রসিকিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারকে সময় দিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ নিমিশা প্রিয়ার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও চূড়ান্ত মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে মাহদির পরিবারের সিদ্ধান্তের ওপর।
আরও খবর পড়ুন:
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ জুলাই) তাঁর ফাঁসি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে।
ভারতের কেরালার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে নার্স হিসেবে কাজ শুরু করেন। পরে স্থানীয় আইন মেনে একটি ক্লিনিক চালাতে গিয়ে তিনি তালাল আব্দো মাহদি নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করেন।
আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে মাহদির মৃতদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী—মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি ‘রক্তমূল্য’ বা ‘দিয়া’ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড মাফ করা যায়। এই সুযোগে ভরসা রেখে নিমিশার পরিবার মাহদির পরিবারের কাছে এক মিলিয়ন ডলার রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে ইয়েমেনের সানায় কারাবন্দী নিমিশার মা গত এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন এবং আলোচনার জন্য স্থানীয় সমাজকর্মী স্যামুয়েল জেরোমের সঙ্গে কাজ করছেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নিমিশাকে তারা সর্বোচ্চ কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রসিকিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারকে সময় দিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ নিমিশা প্রিয়ার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও চূড়ান্ত মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে মাহদির পরিবারের সিদ্ধান্তের ওপর।
আরও খবর পড়ুন:
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে