Ajker Patrika

বাংলাদেশসহ ১৩ দেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

আপডেট : ০২ জুলাই ২০২১, ১১: ১৩
বাংলাদেশসহ ১৩ দেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত নিজ দেশের নাগরিকদের বাংলাদেশসহ ১৩টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এসব দেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট স্থগিত থাকবে।তবে কার্গো ফ্লাইট, ব্যবসায়িক ও চার্টার্ড ফ্লাইট বিধিনিষেধের বাইরে থাকবে।

নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে বলেছে, ভ্রমণের মৌসুম শুরু হলে নাগরিকদের করোনা–সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে হবে।  এসব দেশে ভ্রমণের সময় আমিরাতের কোনো নাগরিক করোনায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে করোনায় আক্রান্ত আমিরাতের নাগরিকেরা তাঁদের দেশে ফিরতে পারবেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬ লাখ ৩৪ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৮১৯ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত