ইরানে পুলিশের হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনির স্মরণসভায় গুলি চালিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কুর্দি একটি মানবাধিকার গোষ্ঠী জানায়, সাকেজ শহরের জিনদান স্কয়ারে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে। তবে এতে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহসার স্মরণে শোক প্রকাশ করতে লোকজন কবরস্থানে জড়ো হয়েছিল। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) মাহসার চল্লিশা উপলক্ষে কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে তাঁর কবরের কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। স্মরণসভায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ বাধা দিলে সমবেত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তা বিবেচনায় সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের তরুণী মাহসা। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান তিনি। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এর জেরে মাহসার নিজ শহর সাকেজ থেকে বিক্ষোভ শুরু হয়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ এখনো চলমান।
ইরানে পুলিশের হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনির স্মরণসভায় গুলি চালিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও কুর্দি একটি মানবাধিকার গোষ্ঠী জানায়, সাকেজ শহরের জিনদান স্কয়ারে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে। তবে এতে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহসার স্মরণে শোক প্রকাশ করতে লোকজন কবরস্থানে জড়ো হয়েছিল। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) মাহসার চল্লিশা উপলক্ষে কুর্দিস্তান প্রদেশের সাকেজ শহরে তাঁর কবরের কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। স্মরণসভায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ বাধা দিলে সমবেত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তা বিবেচনায় সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের তরুণী মাহসা। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান তিনি। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এর জেরে মাহসার নিজ শহর সাকেজ থেকে বিক্ষোভ শুরু হয়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ এখনো চলমান।
গত সপ্তাহ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ইন্দোনেশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এসব দাবির মধ্য রয়েছে—আইনপ্রণেতাদের বেতন-ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর কমানো এবং দুর্নীতি বিরোধী শক্তিশালী ব্যবস্থা নেওয়া। তবে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ দমনের সময় পুলিশের গাড়িচাপায় ২১ বছর বয়সী...
৩৩ মিনিট আগেআগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগদানে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাঁর এবং আরও ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগেওড়িশার ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের আটজন শ্রমিক নৃশংস হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে গত ২৪ আগস্ট গভীর রাতে। শ্রমিকেরা মহাবীরনগরের একটি প্রজেক্টে সারা দিনের কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর চড়াও হয়ে লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়...
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশির ভাগ শুল্ককে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে