ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ–মার্কিন হামলার পর ফের লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুতিরা। হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিত সাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, তারা স্টার নাসিয়া ও মর্নিং টাইড নামের দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজ দুটিতে মার্শাল আইল্যান্ড ও বার্বাডোজের পতাকা দেখে এগুলোকে যথাক্রমে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হিসেবে শনাক্ত করা হয়।
গ্রিসের মালিকানাধীন স্টার নাসিয়া জাহাজটি আন্তর্জাতিক সময় ১১টা ১৫ মিনিটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রিসের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কোনো ক্রু আহত হননি।
পৃথকভাবে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এবং ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে আজ মঙ্গলবার ইয়েমেনের এডেন বন্দরের কাছে একটি বাণিজ্য জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
আমব্রে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে এডেন থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণ–পশ্চিমে মেরিটাইম সিকিউরিটি ট্রানজিট করিডরে দক্ষিণমুখী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ–মার্কিন হামলার পর ফের লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুতিরা। হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিত সাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, তারা স্টার নাসিয়া ও মর্নিং টাইড নামের দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজ দুটিতে মার্শাল আইল্যান্ড ও বার্বাডোজের পতাকা দেখে এগুলোকে যথাক্রমে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হিসেবে শনাক্ত করা হয়।
গ্রিসের মালিকানাধীন স্টার নাসিয়া জাহাজটি আন্তর্জাতিক সময় ১১টা ১৫ মিনিটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রিসের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কোনো ক্রু আহত হননি।
পৃথকভাবে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এবং ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে আজ মঙ্গলবার ইয়েমেনের এডেন বন্দরের কাছে একটি বাণিজ্য জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।
আমব্রে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে এডেন থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণ–পশ্চিমে মেরিটাইম সিকিউরিটি ট্রানজিট করিডরে দক্ষিণমুখী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে