পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সামরিক সদস্য। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন পরিস্থিতিতে ইরানি জাহাজ আটকের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ। ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার এ সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কোরআন অবমাননা করা হচ্ছে? এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়। জঙ্গি গোষ্ঠী আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করেছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্যের স্বার্থবাদী নেতারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বপরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা।
আরও বলা হয়েছে, বাটান অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ (এআরজি) এবং ২৬তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের (এমইইউ) বাহিনীও পশ্চিম এশিয়ায় পৌঁছেছে।
গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ২০টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ইরান ‘আক্রমণ, দখল বা বাজেয়াপ্ত’ করার চেষ্টা করেছে বলে দাবি তোলার পর মার্কিন নৌবাহিনী এই পদক্ষেপ নিল। তবে ইরান বলছে, দুই বছরে ইরান উপসাগরীয় অঞ্চলের অসংখ্য জাহাজের ওপর করা হামলা ঠেকিয়ে দিয়েছে। এসবের মধ্য রয়েছে ইরানিয়ান ও বিদেশি বাণিজ্যিক জাহাজ।
পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সামরিক সদস্য। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন পরিস্থিতিতে ইরানি জাহাজ আটকের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ। ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার এ সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কোরআন অবমাননা করা হচ্ছে? এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়। জঙ্গি গোষ্ঠী আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করেছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্যের স্বার্থবাদী নেতারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বপরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা।
আরও বলা হয়েছে, বাটান অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ (এআরজি) এবং ২৬তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের (এমইইউ) বাহিনীও পশ্চিম এশিয়ায় পৌঁছেছে।
গত দুই বছরে এই অঞ্চলে প্রায় ২০টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ইরান ‘আক্রমণ, দখল বা বাজেয়াপ্ত’ করার চেষ্টা করেছে বলে দাবি তোলার পর মার্কিন নৌবাহিনী এই পদক্ষেপ নিল। তবে ইরান বলছে, দুই বছরে ইরান উপসাগরীয় অঞ্চলের অসংখ্য জাহাজের ওপর করা হামলা ঠেকিয়ে দিয়েছে। এসবের মধ্য রয়েছে ইরানিয়ান ও বিদেশি বাণিজ্যিক জাহাজ।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৪ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে