দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনিকে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরবেলা দখলদার ইসরায়েল এই হামলা চালায়। বর্তমানে গাজার আরও বেশ কয়েকটি এলাকায় লড়াই চলছে।
গাজার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজা উপত্যকা এবং মিসরের সীমান্তের বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার এক দিন পর ইসরায়েল রাফাহতে আক্রমণ শুরু করেছে এবং গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, বাফার জোন দখলে নিয়ে হামাসের গাজায় অস্ত্র পাচারের একটি পথ বন্ধ করে দিয়েছে তারা।
গাজার চিকিৎসকদের সূত্র জানিয়েছে, নিহত ১২ ফিলিস্তিনিই বেসামরিক নাগরিক। তাঁরা রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা করছিলেন। এ সময় ইসরায়েলি বিমান হামলায় তাঁরা নিহত হন। এই হামলায় আরও অনেকেই আহত হয়েছেন।
ঘনবসতিপূর্ণ গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থীশিবিরে বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
ইসরায়েল দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় সংঘর্ষের কথা বলছে। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রাফাহতে বিমান হামলায় মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) হামলা বন্ধ করার আদেশ দেওয়া সত্ত্বেও রাফাহতে ইসরায়েল অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী বলেছে, তারা হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন এবং জিম্মিদের উদ্ধারের চেষ্টা করছে।
আইসিজেও হামাসের হাতে গাজায় বন্দী জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আকাশ ও স্থল যুদ্ধে ৩৬ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলি হিসাব অনুসারে, হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজায় যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর গত বছরের ২০ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ২৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনিকে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরবেলা দখলদার ইসরায়েল এই হামলা চালায়। বর্তমানে গাজার আরও বেশ কয়েকটি এলাকায় লড়াই চলছে।
গাজার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজা উপত্যকা এবং মিসরের সীমান্তের বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার এক দিন পর ইসরায়েল রাফাহতে আক্রমণ শুরু করেছে এবং গাজার পুরো স্থল সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
ইসরায়েলি বাহিনী বলেছে, বাফার জোন দখলে নিয়ে হামাসের গাজায় অস্ত্র পাচারের একটি পথ বন্ধ করে দিয়েছে তারা।
গাজার চিকিৎসকদের সূত্র জানিয়েছে, নিহত ১২ ফিলিস্তিনিই বেসামরিক নাগরিক। তাঁরা রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা করছিলেন। এ সময় ইসরায়েলি বিমান হামলায় তাঁরা নিহত হন। এই হামলায় আরও অনেকেই আহত হয়েছেন।
ঘনবসতিপূর্ণ গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থীশিবিরে বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।
ইসরায়েল দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় সংঘর্ষের কথা বলছে। কিন্তু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রাফাহতে বিমান হামলায় মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) হামলা বন্ধ করার আদেশ দেওয়া সত্ত্বেও রাফাহতে ইসরায়েল অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী বলেছে, তারা হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন এবং জিম্মিদের উদ্ধারের চেষ্টা করছে।
আইসিজেও হামাসের হাতে গাজায় বন্দী জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আকাশ ও স্থল যুদ্ধে ৩৬ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলি হিসাব অনুসারে, হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজায় যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর গত বছরের ২০ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ২৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে