ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব বার বার নিরাপত্তা পরিষদে উঠলেও, তা পাশ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্যদের মধ্যে বিভক্তির কারণে প্রস্তাব ব্যর্থ হওয়ার নিন্দা জানান তিনি।
গুতেরেস বলেন, সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির’ কারণে নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সর্বত্র সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
আজ রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। দুদিন আগেই নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি।
আন্তোনিও গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের বিভক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।
তবে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন অঙ্গীকার করে তিনি বলেন, এত দ্রুত গাজার অবনতি হচ্ছে যে তা বিপর্যয়ের দিকে যাচ্ছে। ফিলিস্তিনিরা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্র এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর বড় প্রভাব পড়বে।
দোহা ভাষণে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির গতিশীলতার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, দুই স্নায়ুযুদ্ধের পরাশক্তিগুলো ঘিরে জোট গঠিত হওয়া মারাত্মক সংঘাতের মধ্যেও কয়েক দশকে ভূ-রাজনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ‘স্বল্প সময়ের’ জন্য যে একমেরুর বিশ্ব ব্যবস্থা ছিল, তা বহু মেরুর বিশ্বের দিকে হাঁটছে। এই পরিবর্তন একদিকে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব, ন্যায়বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে জটিলতাও তৈরি হবে।
সেই জটিলতা কাটাতে ‘শক্তিশালী বহুপক্ষীয় প্রতিষ্ঠান’ গড়ার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস। কিন্তু যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো দুর্বল ও সেকেলে হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেগুলো ৮০ বছর আগের বাস্তবতায় পড়ে আছে, একই সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সমতা ও সংহতিতে প্রোথিত এবং জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যুগোপযোগী বৈশ্বিক কাঠামো তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, নিরাপত্তা পরিষদের কথাই ধরুন। সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সব জায়গায় সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
এর আগে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় স্বল্প সময়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত দুই দফায় মেয়াদ বেড়ে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত যুদ্ধ বন্ধ ছিল। দোহা ফোরামে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
তবে অভিযোগের সুরে তিনি বলেন, কাতার যুদ্ধবিরতি নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে, হামাস বা ইসরায়েল ততটা দেখাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব বার বার নিরাপত্তা পরিষদে উঠলেও, তা পাশ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্যদের মধ্যে বিভক্তির কারণে প্রস্তাব ব্যর্থ হওয়ার নিন্দা জানান তিনি।
গুতেরেস বলেন, সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির’ কারণে নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সর্বত্র সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
আজ রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব। দুদিন আগেই নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়। কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি।
আন্তোনিও গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের বিভক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।
তবে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন অঙ্গীকার করে তিনি বলেন, এত দ্রুত গাজার অবনতি হচ্ছে যে তা বিপর্যয়ের দিকে যাচ্ছে। ফিলিস্তিনিরা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্র এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর বড় প্রভাব পড়বে।
দোহা ভাষণে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির গতিশীলতার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, দুই স্নায়ুযুদ্ধের পরাশক্তিগুলো ঘিরে জোট গঠিত হওয়া মারাত্মক সংঘাতের মধ্যেও কয়েক দশকে ভূ-রাজনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ‘স্বল্প সময়ের’ জন্য যে একমেরুর বিশ্ব ব্যবস্থা ছিল, তা বহু মেরুর বিশ্বের দিকে হাঁটছে। এই পরিবর্তন একদিকে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব, ন্যায়বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে জটিলতাও তৈরি হবে।
সেই জটিলতা কাটাতে ‘শক্তিশালী বহুপক্ষীয় প্রতিষ্ঠান’ গড়ার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস। কিন্তু যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো দুর্বল ও সেকেলে হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেগুলো ৮০ বছর আগের বাস্তবতায় পড়ে আছে, একই সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সমতা ও সংহতিতে প্রোথিত এবং জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যুগোপযোগী বৈশ্বিক কাঠামো তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, নিরাপত্তা পরিষদের কথাই ধরুন। সদস্যদের মধ্যে ‘ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ পঙ্গু’ হয়ে পড়েছে। এই বাস্তবতা ইউক্রেন থেকে মিয়ানমার ও মধ্যপ্রাচ্য- সব জায়গায় সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করছে।
এর আগে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় স্বল্প সময়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত দুই দফায় মেয়াদ বেড়ে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত যুদ্ধ বন্ধ ছিল। দোহা ফোরামে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
তবে অভিযোগের সুরে তিনি বলেন, কাতার যুদ্ধবিরতি নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে, হামাস বা ইসরায়েল ততটা দেখাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
১ ঘণ্টা আগেইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৯ ঘণ্টা আগে