Ajker Patrika

জিম্মি মার্কিন এদান আলেকজান্ডারকে মুক্তি দিল হামাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ মে ২০২৫, ০০: ০১
এদান আলেকজান্ডারের ছবি হাতে মুক্তি দাবি করছেন তাঁর স্বজনেরা। ছবি: সংগৃহীত
এদান আলেকজান্ডারের ছবি হাতে মুক্তি দাবি করছেন তাঁর স্বজনেরা। ছবি: সংগৃহীত

হামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, জিম্মি মুক্তির জন্য নিরাপদ পথের অনুমতি দিতে ইসরায়েল অভিযান সাময়িক স্থগিত করবে। এর পরপরই গাজায় দুপুরে লড়াই বন্ধ হয়। হামাস এক বিবৃতিতে বলেছে, তারা আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। এদান হামাসের হাতে থাকা শেষ আমেরিকান জিম্মি ছিল। একটি সূত্র জানিয়েছে, তাঁকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামাস বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন। হামাস জিম্মি মুক্তি দিলেও নেতানিয়াহু বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না এবং গাজায় সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা অব্যাহত থাকবে।

হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যে আলোচনার পর এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার ১৯ মাস পর মুক্তি পেলেন এই মার্কিন-ইসরায়েলি। বিশ্লেষকেরা মনে করছেন, তাঁর মুক্তি গাজায় থাকা বাকি ৫৯ জিম্মির মুক্তির পথ খুলে দিতে পারে।

কাতার এবং মিসর বলেছে, এদান আলেকজান্ডারের মুক্তি নতুন যুদ্ধবিরতি আলোচনার দিকে এক উৎসাহজনক পদক্ষেপ। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আরও জিম্মি মুক্তির বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইসরায়েল বৃহস্পতিবার কাতারে প্রতিনিধিদল পাঠাবে।

নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানের পরিকল্পনা অব্যাহত থাকবে। তাঁর জোটের অংশীদার, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়া উচিত নয় এবং অবরুদ্ধ অঞ্চলে সহায়তা ঢুকতে দেওয়া উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...