Ajker Patrika

হামলার পর থেকে নাসরুল্লাহর উত্তরসূরির সঙ্গে যোগাযোগ নেই 

হামলার পর থেকে নাসরুল্লাহর উত্তরসূরির সঙ্গে যোগাযোগ নেই 

ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হওয়ার আলোচনা চলছিল হাসেম সাফিয়েদ্দিনকে নিয়ে। গত শুক্রবার থেকে হদিস মিলছে না তাঁর। সাফিয়েদ্দিনর সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লেবাননের বেশ কয়েকটি সূত্র এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা ও রয়টার্সকে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার বলেছে, সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুর দক্ষিণ শহরতলিতে একটি বড় হামলা চালায় ইসরায়েল। এ সময় ভূগর্ভস্থ বাংকারে হাসেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের তিন কর্মকর্তা। এরপর থেকেই সাফিয়েদ্দিনর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্র এবং অন্য দুটি সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে বৈরুতের দক্ষিণ উপশহরে দাহিয়েহ নামে পরিচিত স্থানে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। সেখানে উদ্ধার কর্মীদের আক্রমণের স্থানটি খুঁজে বের করতে বাধা দেওয়া হচ্ছে। আর এই হামলার পর হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিয়েদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি শুক্রবার বলেছেন, সেনাবাহিনী এখনো বৃহস্পতিবার রাতের বিমান হামলার মূল্যায়ন করছে, যা হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে চালানো হয়েছে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে সেক্রেটারি জেনারেল নাসরুল্লাহসহ হিজবুল্লাহর অনেক সিনিয়র সামরিক নেতৃত্বকে নির্মূল করেছে ইসরায়েল। এর বাইরে শত শত লেবানিজ নিহত হয়েছে। ১২ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় হিজবুল্লাহর উত্তরসূরি হওয়ার কথা ছিল সাফিয়েদ্দিনর। এখন কোনো কারণে যদি তাকেও হারায় হিজবুল্লাহ। তাহলে সেটা হিজবুল্লাহ ও ইরানের জন্য হবে বড় ধাক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত