ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১০ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৩ ঘণ্টা আগে