ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
১ ঘণ্টা আগেইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৯ ঘণ্টা আগে