স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।
দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’
রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!
রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।
অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।
স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।
দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’
রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!
রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।
অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে