Ajker Patrika

রমজান মাস সামনে রেখে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

রমজান মাস সামনে রেখে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ছয় মাসের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার জর্ডানের আকাবা শহরের রেড সি রিসোর্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবৃতিতে দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তারা।

এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরে। আর অন্তত ছয় মাস নতুন কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হবে না।

আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরেআসন্ন রমজান মাসে সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তাদের ডাকা বৈঠক শেষে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। উভয় পক্ষ আগামী মাসে মিসরের শার্ম এল-শেইখে আবারও আলোচনায় বসবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। কারণ চুক্তির দিনও পশ্চিম তীরে হামলা হয়েছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময় এমন চুক্তি লঙ্ঘন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত সপ্তাহেও পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন প্রায় ১০০ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত