হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে উত্তর গাজায় নিজ বাসভূমে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন ফিলিস্তিনিরা। হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার এই বিষয়টি জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যস্থতাকারী কাতার আজ সোমবার সকালে ঘোষণা করেছে, এক ইসরায়েলি বেসামরিক বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে—এই মর্মে একটি চুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই চুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে নাজুক অস্ত্রবিরতির প্রথম বড় সংকট নিরসনে সহায়তা করবে।
কাতারের বিবৃতিতে বলা হয়েছে, হামাস বেসামরিক বন্দী আরবেল ইয়াহুদ এবং আরও দুই বন্দীকে আগামী শুক্রবারের আগেই মুক্তি দেবে। আর আজ ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দী মুক্তির মধ্যে ইসরায়েলি সেনা আগাম বার্গারও অন্তর্ভুক্ত থাকবেন। তাঁকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেবে হামাস। এ ছাড়া নিশ্চিত করা হয়েছে, ফিলিস্তিনিরা স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে হেঁটে এবং ৯টা থেকে গাড়িতে করে উত্তর গাজায় যেতে পারবে। পাশাপাশি নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহে আরও ছয় বন্দী মুক্তি পাবে। এই মুক্তির সময়সূচি অনুযায়ী তিনজনকে বৃহস্পতিবার এবং বাকি তিনজনকে পরের শনিবার মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গত শনিবার থেকেই ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু দেশটি দাবি করে, ইয়াহুদকে শনিবার মুক্তি দেওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়। হামাস পাল্টা অভিযোগ করে যে, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে।
নতুন এই সমঝোতা ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর থাকার আশা জিইয়ে রাখল। এর আগে, ১৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং প্রায় সব বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে।
উল্লেখ্য, ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার জন্য একটি উপকূলীয় সড়ক ব্যবহারে বাধা দিচ্ছিল এবং হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। তাদের দাবি ছিল, হামাস বেসামরিক নারী বন্দীদের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। তবে আজ সেই অবস্থান পরিবর্তন করে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাস তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং বৃহস্পতিবার আরও একটি ধাপে বন্দী মুক্তি দেবে।’
হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে উত্তর গাজায় নিজ বাসভূমে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন ফিলিস্তিনিরা। হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার এই বিষয়টি জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যস্থতাকারী কাতার আজ সোমবার সকালে ঘোষণা করেছে, এক ইসরায়েলি বেসামরিক বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে—এই মর্মে একটি চুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। এই চুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে নাজুক অস্ত্রবিরতির প্রথম বড় সংকট নিরসনে সহায়তা করবে।
কাতারের বিবৃতিতে বলা হয়েছে, হামাস বেসামরিক বন্দী আরবেল ইয়াহুদ এবং আরও দুই বন্দীকে আগামী শুক্রবারের আগেই মুক্তি দেবে। আর আজ ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দী মুক্তির মধ্যে ইসরায়েলি সেনা আগাম বার্গারও অন্তর্ভুক্ত থাকবেন। তাঁকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেবে হামাস। এ ছাড়া নিশ্চিত করা হয়েছে, ফিলিস্তিনিরা স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে হেঁটে এবং ৯টা থেকে গাড়িতে করে উত্তর গাজায় যেতে পারবে। পাশাপাশি নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহে আরও ছয় বন্দী মুক্তি পাবে। এই মুক্তির সময়সূচি অনুযায়ী তিনজনকে বৃহস্পতিবার এবং বাকি তিনজনকে পরের শনিবার মুক্তি দেওয়া হবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গত শনিবার থেকেই ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু দেশটি দাবি করে, ইয়াহুদকে শনিবার মুক্তি দেওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়। হামাস পাল্টা অভিযোগ করে যে, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে।
নতুন এই সমঝোতা ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর থাকার আশা জিইয়ে রাখল। এর আগে, ১৫ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং প্রায় সব বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে।
উল্লেখ্য, ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার জন্য একটি উপকূলীয় সড়ক ব্যবহারে বাধা দিচ্ছিল এবং হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। তাদের দাবি ছিল, হামাস বেসামরিক নারী বন্দীদের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। তবে আজ সেই অবস্থান পরিবর্তন করে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাস তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং বৃহস্পতিবার আরও একটি ধাপে বন্দী মুক্তি দেবে।’
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে