ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
ইসরায়েলকে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে ইরান। তবে এই জবাব দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশটি সময় নিয়ে জবাব দিতে চায়। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পর থেকেই ইরান ও হামাস ইসরায়েলকে দায়ী করে আসছে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করলেও বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।
আইআরজিসি মুখপাত্র আলী মুহাম্মদ নায়েইনি বলেছেন, ‘সময় আমাদের অনুকূলে এবং অপেক্ষার সময় (ইসরায়েলকে হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া ক্ষেত্রে) সম্ভবত খানিকটা দীর্ঘই হবে।’ তবে ঠিক কত দিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি আইআরজিসির এই মুখপাত্র।
গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রি। এই ঘটনার একদিন পর তেহরানের হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ইরান, হিজবুল্লাহসহ তেহরানের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো উভয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
নায়েইনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া অতীতের অপারেশন থেকে ভিন্ন ধরনের হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে এক ইসরায়েলি হামলায় আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হন। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।
নায়েইনি বলেন, ‘আমাদের কমান্ডাররা জানেন কীভাবে শত্রুকে কার্যকরভাবে শাস্তি দিতে হয় এবং তারা তাড়াহুড়ো করে কাজ করার বশবর্তী নন।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিশোধ নেওয়া হামলা হবে খুবই হিসেবি সুনির্দিষ্ট।’
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৩ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২৪ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে